Advertisment

IND Vs AUS 4th Test Playing XI: ব্যর্থ শুভমান বাদ প্ৰথম ১১ থেকে! বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে বড় চমক, ঢুকছেন এই তারকা

India Vs Australia Playing 11 in Boxing Day Test: সিরিজ বর্তমানে অমীমাংসিত অবস্থায় রয়েছে। পারথে প্ৰথম টেস্টে জয়লাভের পর অস্ট্রেলিয়া জিতেছিল এডিলেডে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India Test Team, ভারতীয় টেস্ট দল

Team India Test Team: ভারতীয় টেস্ট দল।: (ছবি- টুইটার)

India Vs Australia Playing 11 in MCG 4th Test Match: ব্যাটিং অর্ডার পুরোপুরি বদলে মেলবোর্ন টেস্টে খেলতে নামছে ভারত। এমনটাই ইঙ্গিত ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে। ক্যাপ্টেন রোহিত শর্মা মিডল অর্ডারে পরীক্ষামূলক ভিত্তিতে ব্যর্থ হওয়ার পর সরাসরি নামবেন ওপেন-এ। নিজের পুরোনো পজিশনে।

Advertisment

যশস্বী জয়সওয়ালের সঙ্গে মেলবোর্নে ওপেন করতে দেখা যাবে তাঁকে। আর বর্ডার গাভাসকার ট্রফিতে প্ৰথম তিন ম্যাচে ওপেন করতে নামা কেএল রাহুলকে সম্ভবত খেলতে দেখা যাবে তিন নম্বরে। শুভমান গিলকে মিডল অর্ডারে খেলতে দেখা যেতে পারে। অথবা বাদ দেওয়া হতে পারে প্ৰথম একাদশ থেকে। ধ্রুব জুরেলকে সেক্ষেত্রে খেলানো হবে শুভমান গিলের জায়গায়।

২০১৯ থেকে জাতীয় দলে ওপেন করছেন রোহিত শর্মা। ধারাবাহিকভাবে সফল-ও হয়েছেন ওপেনার হিসাবে। ওপেনার হিসাবে ৪২ টেস্টে ২৬৮৫ রান করেছেন ৪৪.০১ গড়ে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও তিনি সফলতম ব্যাটার। ২৭০৪ রান করেছেন ৪২.২৫ গড়ে।

তবে চলতি সিজনে একদমই শোচনীয় ফর্মে রয়েছেন তিনি। ৭ ম্যাচে মাত্র ১৫২ রান করেছেন ১১.৬৯ গড়ে। গোটা বছর মিলিয়ে ১৩ টেস্টে ২৪ ইনিংসে করেছেন ৬০৭ রান। গড় ২৬.৩৯। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর অস্ট্রেলিয়া এডিলেড টেস্টে যোগ দিয়ে মিডল অর্ডারে খেলতে ব্যর্থ হয়েছিলেন।

Advertisment

প্ৰথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল-যশস্বী জয়সওয়াল জুটি আস্থা জাগানোর পর মিডল অর্ডারে নামতে ব্যর্থ হয়েছিলেন টিম ইন্ডিয়ার দলনেতা। তবে এডিলেড এবং ব্রিসবেন দুই টেস্টের তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন। সর্বোচ্চ ১০।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ষড়যন্ত্র তত্ত্ব নস্যাৎ অস্ট্রেলিয়ার! কড়া গরমে পিচ নিয়ে পাল্টা কড়া সতর্কবার্তা

এমন অবস্থায় ফের একবার ব্যাটিং অর্ডারে রদবদল ঘটাতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া। রোহিতের ওপেনিং স্লট ফিরে পাওয়ার পাশাপাশি গিলকে বাইরে পাঠিয়ে সম্ভবত বার্তা পাঠানো হবে। যিনি ভারতের বাইরে শেষবার টেস্টে ফিফটি হাঁকিয়েছিলেন সেই ২০২১-এ।

মেলবোর্নের গরমে ভারত সম্ভবত জোড়া স্পিনারে দল সাজাতে চাইবে। অশ্বিনের অবসরের পর প্ৰথম একাদশে রবীন্দ্র জাদেজার সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে খেলবেন অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে প্ৰথম একাদশের বাইরে আকাশদীপ অথবা নীতিশ কুমার রেড্ডিকে পাঠানো হবে।

মেলবোর্ন টেস্টে ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:  রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল/শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর/নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা

Team-India Cricket Australia Australia Team India Indian Team Border-Gavaskar Trophy Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment