তৃতীয় টেস্টের মত চতুর্থ টেস্টেও অজি বোলারদের পাল্টা দেওয়ার কাজ শুরু করেছিলেন ঋষভ পন্থ। তবে পন্থকে গাব্বায় রুখে দিল দুরন্ত এক ক্যাচ। যা চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা। তৃতীয় দিনে ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন পন্থ। তবে হ্যাজেলউডের বলে ক্যামেরন গ্রিন দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ফেরত পাঠান ভারতীয় তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে।
ভারতীয় ইনিংসের ৬৭ তম ওভারের পঞ্চম বলের ঘটনা। লেন্থ ডেলিভারির সামান্য শর্ট বল পেয়েছিলেন হ্যাজেলউডের কাছ থেকে। সেই বলেই গালি দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন পন্থ। তবে সেই শট দারুণ রিফ্লেক্সে তালুবন্দি করেন ক্যামেরন গ্রিন।
আরো পড়ুন: সানগ্লাস নিয়ে পন্থকে তীব্র অপমান ওয়ার্নের, বেনজির বিদ্রূপে টানলেন ধাওয়ানকেও
যাইহোক, গতকালই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। এদিন লাঞ্চের আগেই সাজঘরে ফিরে যান অধিনায়ক রাহানে (৩৮) এবং চেতেশ্বর পূজারা (২৫)। ফার্স্ট সেশনে ভারত স্কোরবোর্ডে ১৬১ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারিয়েছিল।
লাঞ্চের ব্রেকে ক্রিজে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল (৩৮) এবং ঋষভ পন্থ (২৩)। দ্বিতীয় সেশনে দুজনকেই আউট করেন হ্যাজেলউড। তারপরেই সপ্তম উইকেটে ভারতকে ম্যাচে ফেরায় শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের দুরন্ত পার্টনারশিপ। দুই তারকা ১২৩ রানের পার্টনারশিপ গড়েন। দুজনেই হাফসেঞ্চুরি করে যান। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ক্রিজে আপাতত ব্যাটিং করছেন নভদীপ সাইনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন