কামিন্সের জোড়ায় ফের কাঁপুনি ভারতীয় ব্যাটিংয়ে, লড়ছেন রাহানে

প্রথম দিনে দাপট দেখিয়েছিল ভারতীয় বোলাররা। অশ্বিন-বুমরার দাপটে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে ভারত দিনের শেষে ৩৬/১ ছিল।

প্রথম দিনে দাপট দেখিয়েছিল ভারতীয় বোলাররা। অশ্বিন-বুমরার দাপটে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে ভারত দিনের শেষে ৩৬/১ ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যাটিংয়ে বিপর্যয়। তবে তা মোটেই বড়সড় নয়। অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ভারত দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন আপাতত স্কোরবোর্ডে ১১৬ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট।

Advertisment

এদিন মর্নিং সেশনে ভারত কে টানছিলেন শুভমান গিল এবং । গতকাল ভারত ৩৬/১ এ দিন শেষ করে। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। তারপর পূজারার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিষেককারী শুভমান গিল।

সকালেই বেশ কয়েকবার আউটের পরিস্থিতি তৈরি হয় গিলের। সেই সব বিপত্তি এড়ালেও গিল শেষ পর্যন্ত ব্যক্তিগত ৪৪ রানের মাথায় পেইনের হাতে ক্যাচ তুলে আউট হন। গিলের পরে বেশিক্ষণ টেকেননি পূজারাও (১৭)। পূজারা, গিল দুজনকেই আউট করেন কামিন্স।

লঞ্চে ভারত ৯০/৩ হয়ে গিয়েছিল। ক্রিজে ব্যাটিং করছিলেন হনুমা বিহারী এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই বিহারীকে (২১) আউট করেন লিয়ন।

Advertisment

ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে আপাতত ভারতীয় ইনিংস টানছেন রাহানে।

আরো পড়ুন: ক্যাপ্টেন রাহানেই আসল বাজিগর, পন্টিং-ম্যাকগ্রাথের প্রশংসায় চাপ কোহলির উপরেই

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI