Advertisment

ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য ভারতের টার্গেট ৭০

তৃতীয় দিনেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। চতুর্থদিন ছিল যেন নিয়মরক্ষার। রাহানের দুরন্ত সেঞ্চুরির পর বল হাতে নিজেদের সেরাটা দিয়েছিলেন প্রত্যেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতকে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৭০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া। ১৩৩/৬ থেকে খেলা শুরু করে এদিন অজিরা সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০০ তোলে। গতকালই ২ রানের লিড নেয় অজিরা। এদিন সেই লিড বেড়ে দাঁড়ায় ৬৯ রানের।

Advertisment

গতকাল প্যাট কামিন্স এবং ক্যামেরন গ্রিন ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ৯৯/৬ হয়ে যাওয়ার পর দুজনে ইনিংস টানছিলেন। যোগ করে ফেলেছিলেন ৩৪ রান। এদিন সকালেই প্যাট কামিন্সকে (২২) ফেরান বুমরা। তারপর গ্রিনকে ফাঁদ পেতে আউট করেন সিরাজ। অজি ইনিংসের সর্বোচ্চ স্কোরার গ্রিনই। সপ্তম উইকেটে গ্রিন-প্যাট কামিন্স জুটি ৫৭ রানের মূল্যবান পার্টনারশিপ গড়ে গেল।

৪৫ করে যান গ্রিন। এরপর সিরাজ এবং অশ্বিন হ্যাজেলউড এবং লিয়নকে আউট করে ইনিংস মুড়িয়ে দেন। সবমিলিয়ে অভিষেককারী সিরাজ চলতি মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারি। ৩জনকে আউট করেন তিনি। বুমরা এবং অশ্বিন দুজনেই ২টো করে উইকেট নিয়েছেন। চোট পেয়ে বেরিয়ে যাওয়া উমেশ যাদব ১ টি উইকেট সংগ্ৰহ করেছেন।

আপাতত ৭০ করলেই সিরিজের স্কোর ১-১ হয়ে যাবে। সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।

আরো পড়ুন: আইসিসির সেরার সেরা কোহলি, সম্মানের রাজমুকুট ধোনিকেও

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment