বৃষ্টিবিঘ্নিত সিডনিতে কুলদীপের কামাল, অজিরা পিছিয়ে ৩৮৬ রানে

মুখ ভার করা আকাশ সঙ্গে বৃষ্টির সাক্ষী থাকল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন। খারাপ আলোর জন্য এদিন খেলা বন্ধ হলো বেশ কিছুটা আগে। নষ্ট হলো প্রায় ১৬.৩ ওভার।

মুখ ভার করা আকাশ সঙ্গে বৃষ্টির সাক্ষী থাকল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন। খারাপ আলোর জন্য এদিন খেলা বন্ধ হলো বেশ কিছুটা আগে। নষ্ট হলো প্রায় ১৬.৩ ওভার।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia

বৃষ্টিবিঘ্নিত সিডনিতে কুলদীপের কামাল, অজিরা পিছিয়ে ৩৮৬ রানে (ছবি-টুইটার/বিসিসিআই)

শনিবারের সিডনিতে দুপুর ও সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। মুখ ভার করা আকাশ সঙ্গে বৃষ্টির সাক্ষী থাকল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন। খারাপ আলোর জন্য এদিন খেলা বন্ধ হলো বেশ কিছুটা আগে। নষ্ট হলো প্রায় ১৬.৩ ওভার।

Advertisment

৮৩.৩ ওভার খেলে অস্ট্রেলিয়া দিনের শেষে ছ’উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলল ২৩৬। এখনও ৩৮৬ রানে পিছিয়ে টিম পেইন অ্যান্ড কোং। আগামিকাল নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। ভারতীয় সময় ভোর সাড়ে চারটে থেকে ম্যাচ।

আরও পড়ুন: পূজারা-পন্থের সেঞ্চুরি, রেকর্ড রানের পাহাড় অস্ট্রেলিয়ার মাথায়

Advertisment

গতকাল ভারত সাত উইকেট হারিয়ে ৬২২ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল।  জবাবে অজিরা ১০ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৪ তোলে। ক্রিজে ছিলেন উসমান খোয়াজা (৫) এবং মার্কাস হ্যারিস (১৯)। এদিন ভারতের প্রথম শিকার হন খোয়াজা। ২৭ রানে তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান কুলদীপ যাদব। ২৭ রানে পূজারার হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। এরপর মারনাস লাবুশাঁয়েকে (৩৮) ফেরান মহম্মদ শামি। ফিরে যান শন মার্শও (৮)। জাদেজার শিকার হন তিনি। এরপর কুলদীপ তুলে নেন ট্র্যাভিস হেড (২০) ও টিম পেইন (৫)কে। এদিনের নায়ক হয়ে যান দেশের একমাত্র চায়নাম্যান বোলার। পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও প্যাট কামিন্স (২৫) অপরাজিত রয়েছেন দিনের শেষে। বলাই বাহুল্য ম্যাচে চালকের আসনে এখনও টিম ইন্ডিয়া। অজিদের কাছে আর দু’দিন সময় রয়েছে ম্যাচ বাঁচানোর।

India Australia