Advertisment

গর্দান গেল রাহুল-বিজয়ের, দলে ময়ঙ্ক ও স্যার

আগামিকাল থেকে মেলবোর্নে শুরু বক্সিং-ডে টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি বিরাট কোহলি ও টিম পেইন। মঙ্গলবার ১২ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

টিম ইন্ডিয়া (ছবি টুইটার)

আগামিকাল থেকে মেলবোর্নে শুরু বক্সিং-ডে টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি বিরাট কোহলি ও টিম পেইন। মঙ্গলবার ১২ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই। বাদ পড়লেন দলের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়। দলে এসেছেন রবীন্দ্র জাদেজা, চোট সারিয়ে ফিরেছেন রোহিত শর্মা। শিকে ছিঁড়েছে কর্ণাটকের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেক করতে চলেছেন তিনি।

Advertisment

শেষ আট ইনিংস মিলিয়ে ভারতের রাহুল-বিজয়ের জুটিতে এসেছে মাত্র ৯৫ রান। ভারতের ওপেনিং অর্ডারের ধারাবাহিক ব্য়র্থতাই নির্বাচকদের ভাবাতে বাধ্য করল। সব ঠিক থাকলে মেলবোর্নে ময়ঙ্কের সঙ্গে হনুমা বিহারী ওপেন করতে পারেন।  ছ’নম্বরে থাকছেন রোহিত। তিনি এখন সম্পূর্ণ ফিট। কিন্তু অন্যদিকে অশ্বিন চোট সারিয়ে এখনও সেরে উঠতে পারেননি। দলে একমাত্র স্পিনার হিসেবে জাদেজাকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া দলে একটাই পরিবর্তন এসেছে। তাদের প্রথম একাদশে পিটার হ্য়ান্ডসকম্বের বদলে খেলবেন মিচেল মার্শ। অ্যাডিলেড টেস্ট দুরন্ত জয় ছিনিয়ে আনার পর পার্থে হারতে হয়েছে বিরাটদের। সিরিজের ফল এখন ১-১। অস্ট্রেলিয়ায় বক্সিং-ডে টেস্টের একটা আলাদাই তাৎপর্য রয়েছে। আশা করা হচ্ছে এদিন মাঠে প্রায় ৯০,০০০ সমর্থক খেলা দেখতে আসতে পারেন।

আরও পড়ুন: ধোনির কাম ব্যাক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি-তে, অজিদের বিরুদ্ধে ওয়ান ডে-তে   

ভারত: বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, রোহতি শর্মা,  ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও যসপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লিঁয়, জোশ হ্যাজেলউড

cricket India Australia
Advertisment