Advertisment

রাহুল কেন বাদ মেলবোর্নে, ভারতীয় ক্রিকেটে ফের ক্ষোভ তুঙ্গে

এর আগে ৩৬ টেস্টে অংশ নিয়েছেন তিনি। ৩৪.৫৯ গড়ে কর্ণাটক তারকা ২০০০ রান করেছেন। ১১টি অর্ধশতরানও করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এডিলেডে বেনজির ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় টেস্টে যে ভারতের প্রথম একাদশে পরিবর্তন আসবে, তা নিয়ে কোনো সংশয়ই ছিল না। সেই অনুযায়ী, ভারতের প্রথম একাদশে চারটে পরিবর্তন ঘটেছে দ্বিতীয় টেস্টে। তবে সেই একাদশেও ব্রাত্য রাখা হয়েছে কেএল রাহুলকে। যা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

Advertisment

মায়াঙ্ক আগারওয়ালের ওপেনিং পার্টনার হিসাবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। পৃথ্বী শ ওপেনিং টেস্টে ভারতকে ভাল শুরু দিতে পারেননি। একদমই ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ। তাই তাঁর পরিবর্তে নেওয়া হচ্ছে শুভমান গিলকে। তবে গিল এর আগে কখনো টেস্টে খেলেননি। মেলবোর্নেই অভিষেক ঘটতে চলেছে তাঁর। সেই টেস্টে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।

আরো পড়ুন: বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, তিনিই এবার ভারতের নির্বাচক প্রধান

তবে ক্রিকেট মহল মনে করেছিল বিরাট কোহলির জায়গা নেবেন শুভমান গিল। অন্যদিকে, কেএল রাহুলকে ওপেন করতে পাঠানো হবে মায়াঙ্কের সঙ্গে। বিরাট কোহলি সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন। গিল প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমেই ভাল খেলেছিলেন। তবে তাঁকে ওপেন করানোর যুক্তি, অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। মায়াঙ্ক, পৃথ্বী এবং শুভমানের সঙ্গে ওপেনিং পজিশনে লড়তে হচ্ছে কেএল রাহুলের মত তারকাকে। এটাই মেনে নিতে পারছে না ক্রিকেট মহল।

এদিকে, তৃতীয় টেস্ট থেকেই আবার ফিরছেন রোহিত শর্মা। সিডনিতে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন হিটম্যান। তিনি সিডনিতেই তৃতীয় টেস্টে যোগ দেবেন।

রোহিতের নির্বাচন নিয়ে এর আগে অনেক ঝড় বয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেটের গন্ডি ছাপিয়ে রোহিতের বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেট মহলেও সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। রোহিতকে পাওয়া গেলে সরাসরি প্রথম একাদশে সুযোগ পাবেন তিনি। এমনটাই ভাবা হচ্ছে।

যাইহোক, বর্তমানে কেএল রাহুলকে নিয়ে আবার একপ্রস্থ আলোচনা শুরু হয়েছে। এর আগে ৩৬ টেস্টে অংশ নিয়েছেন তিনি। ৩৪.৫৯ গড়ে কর্ণাটক তারকা ২০০০ রান করেছেন। ১১টি অর্ধশতরানও করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার ২০১৯ সালের আগস্টে অংশগ নেন জাতীয় দলের জার্সিতে। তারপরেই বাদ পড়েন তিনি।

চলতি বছরের শুরুতে টেস্ট সিরিজে রাহুলকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেওয়া হয়নি। তবে সাদা বলের ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে ফের একবার টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটে তাঁর।

টিম ইন্ডিয়া প্রথম একাদশ:

মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul BCCI
Advertisment