/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Epl2hqjUUAEBj-s_copy_759x422.jpeg)
টেস্টে সিরিজের বাকি ম্যাচে মহম্মদ শামিকে পাওয়া যাবে? বড়সড় আশঙ্কার জন্ম দিয়ে গেল শনিবার। প্যাট কামিন্সের বলে আঘাত পাওয়ার পরই মাঠ ছাড়েন তিনি। সেখানেই ইনিংসের ইতি ঘোষণা করতে হয়। জানা গিয়েছে শামি বর্তমানে হাতও তুলতে পারছেন না।
কলঙ্কের ইতিহাস গড়ে শনিবারই ভারত ৩৬ রানে ইনিংস শেষ করেছে। সেই ম্যাচেই প্যাট কামিন্সের শর্ট বল সরাসরি আছড়ে পড়ে শামির হাতে। তারপরে তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন: ভারতকে হারিয়ে উঠেই আইপিএলে খেলার ইচ্ছাপ্রকাশ অজি তারকার, নিলাম জমে গেল
আট উইকেটে লজ্জাজনক হারের পর শামির বিষয়ে ক্যাপ্টেন কোহলি জানান, "এই মুহূর্তে শামির বিষয়ে কোনো আপডেট নেই। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ওঁর। এমনকি হাতও তুলতে পারছে না। সন্ধ্যের দিকে জানতে পারব, কী হয়েছে।"
আঘাত পাওয়ার পরই দলের মেডিক্যাল স্টাফ ছুটে যায় মাঠে। প্রথমে পেইনকিলার দেওয়া হয় ফিজিওথেরাপিস্টের তরফে। শামি তারপর ব্যাটিং করার চেষ্টা করেন। তবে স্বচ্ছন্দ মনে হয়নি তাঁর। শুশ্রূষার পরে শামি মাঠ ছাড়ার সিদ্ধান্তই নেন। ২১.২ ওভারেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়। ভারত শনিবারের পর চলতি সিরিজে ০-১ এ পিছিয়ে গেল।
এরপর দ্বিতীয় টেস্টে ভারত মোকাবিলা করবে অজিদের মেলবোর্নে। সেখানে ক্যাপ্টেন কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া। কারণ সন্তান জন্মের জন্য কোহলি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রথম টেস্টের পরেই।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন