Advertisment

'বাদামি কুকুর', 'ভোটকা বাঁদর'! সিরাজকে কী কী অপশব্দ বলল অজিরা, ফাঁস হয়ে গেল

ফাইন লেগে ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় কিছু অজি সমর্থক গালিগালাজ করছিল। তারপরেই দিনের ৮৭ তম ওভারে সিরাজ দলের সতীর্থদের পাশাপাশি দুই অনফিল্ডকে বিষয়টি জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহম্মদ সিরাজকে 'বাদামি কুকুর', 'বড় বাঁদর' বলে খেপানো হচ্ছিল। এমনটা এবার সংবাদসংস্থা পিটিআইকে জানালেন বোর্ডের এক কর্তা। তৃতীয় টেস্ট চলাকালীন বর্ণবৈষম্যের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে দুই দেশের ক্রিকেট মহলে। তারপরেই এবার প্রকাশ্যে এল কী কী অপশব্দ প্রয়োগ করা হচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে।

Advertisment

শনিবার সিরাজের সঙ্গে জসপ্রীত বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল। তারপরেই দিনের শেষে সরকারিভাবে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ দায়ের করা হয় টিম ইন্ডিয়ার পক্ষ থেকে।

আরো পড়ুন: মুসলিম হওয়ায় সিরাজকে কুৎসিত গালিগালাজ! চরম শাস্তির মুখে ছয় অস্ট্রেলীয়

বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেছেন, "সিরাজকে ব্রাউন ডগ, বিগ মাঙ্কি বলা হচ্ছিল। দুটোই বর্ণবিদ্বেষী গালি। সেই ঘটনা সঙ্গেসঙ্গে অনফিল্ড আম্পায়ারদের জানানো হয়। ওঁরা বারবার বুমরাকেও গালি দিয়ে চলছিল।" শনিবার ফাইন লেগে ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় কিছু অজি সমর্থক গালিগালাজ করছিল। তারপরেই দিনের ৮৭ তম ওভারে সিরাজ দলের সতীর্থদের পাশাপাশি দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনকে বিষয়টি জানান। তবে তখন সেই মদ্যপ সমর্থকরা চলে গিয়েছিলেন।

আরো পড়ুন: সিরাজদের অপমানে আর চুপ নয়, অজিদের উদ্দেশে বিস্ফোরক বার্তা এবার কোহলির

এদিন দেখা যায় একই কান্ড ঘটেছে। তারপরেই দলের সিনিয়র ক্রিকেটারদের দেখা যায় আলোচনা করতে। খেলা ১০ মিনিটের জন্য বন্ধও থাকে। তারপরেই নিউ সাউথ ওয়েলস পুলিশ স্টেডিয়ামের সংশ্লিষ্ট স্ট্যান্ডে গিয়ে ধরপাকড় শুরু করে। সেই স্ট্যান্ডের দর্শকদের সঙ্গে কথা বলে ছয় জনকে বের করে দেওয়া হয়। আপাতত তাঁরা পুলিশের হেফাজতেই রয়েছে।

বোর্ডের সূত্র জানিয়েছেন, "আসলে ম্যাচের থেকে ফোকাস ঘুরে যাবে এই আশঙ্কায় ঠিক করা হয় দিনের শেষে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হবে। তবে আম্পায়াররা আমাদের জানান, এমন ঘটনা ঘটলে যেন সঙ্গেসঙ্গেই জানানো হয় তাঁদের।"

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই ক্ষমা চাওয়ার সঙ্গেই দোষীদের কড়া শাস্তির বিষয়ে টিম ইন্ডিয়াকে প্রতিশ্রুতি দিয়েছে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI Australia
Advertisment