Advertisment

আবার ধাক্কা! ব্রিসবেনে প্রথম দিনেই চোট পেয়ে মাঠের বাইরে ভারতীয় তারকা

শুধু টিম ইন্ডিয়া নয়, অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারও চোট পেয়েছিলেন সীমিত ওভারের সিরিজ খেলার সময়। তবে শেষ দুই টেস্টে খেলার আগে ফিট হয়ে গিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোনোভাবেই ভারতের চোট আঘাতের ধাক্কা আটকানো যাচ্ছে না। ব্রিসবেনে সুস্থ এগারো ভারতীয় ক্রিকেটারকে নামানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। উপায় না দেখে চার পেসারে খেলছে টিম ইন্ডিয়া। তবে গাব্বায় প্রথম দিনেই চোট পেয়ে বসলেন নভদীপ সাইনি। কুঁচকিতে চোট পেয়ে লাঞ্চের পরেই মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।

Advertisment

নভদীপ সাইনির বলে গালিতে লাবুশানের ক্যাচ মিস করেন ক্যাপ্টেন রাহানে। তারপরেই সাইনি নিজের উরুর পেশির চোটের প্রতি সতীর্থদের ইঙ্গিত করেন। তারপরেই টিম ইন্ডিয়ার মেডিক্যাল টিম পর্যালোচনা করার পর মাঠ থেকে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। সাইনির ওভারের কোটা পূরণ করেন রোহিত শর্মা। বোর্ডের তরফে জানানো হয়েছে, দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্ক্যান করতেও নিয়ে যাওয়া হয়েছে তারকা পেসারকে।

আরো পড়ুন: সদ্যজাতের ভুল ছবি শেয়ার করে বিপাকে বিরাটের ভাই, নিরাপত্তা জোরদার মুম্বইয়ের হাসপাতালে

চোট আঘাতে ভারত রীতিমত বিধ্বস্ত। আইপিএলে খেলে অজি সফরে যাওয়ার মাঝেই চোটের তালিকা দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়েছে। প্রথমে রোহিত শর্মা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার চোট পেয়ে বসেন। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন উমেশ যাদব, মহম্মদ শামি, কেএল রাহুল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মায়াঙ্ক আগারওয়ালরা। এদিন সেই তালিকায় নাম লেখালেন নভদীপ সাইনি।

ঘটনা হল, এভাবে চোট আঘাতের বহরে পরিবর্ত ফিল্ডার মাঠে নামানোও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। নতুন করে আবার কেউ চোটের কবলে পড়লে তাঁর পরিবর্তে কাকে ফিল্ড করতে নামানো হবে, সেদিকেও ভেবে ঘুম উড়েছে ম্যানেজমেন্টের।

এত চোট আঘাতের জন্য অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার আইপিএলকেই দায়ী করেছিলেন। দুদিন আগেই তিন প্রেস কনফারেন্স করে বলে দেন, "এই গ্রীষ্মে কতজন ক্রিকেটার চোটের কবলে পড়ে, সেটাই দেখার। আমার মনে হয় এই বছরের আইপিএল সঠিক সময়ে হয়নি। এমন বড় সিরিজের আগে তো অবশ্যই নয়।"

যাইহোক, চলতি গাব্বা টেস্টে সাইনির অভাব ভারত এখন কীভাবে পূরণ করে সেটাই এখন দেখার।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Rohit Sharma
Advertisment