Team India predicted Playing XI for Boxing Day Test: ভয়ঙ্কর অবস্থা মেলবোর্নে, দুই বোলারকে বাদ দিয়ে বক্সিং ডে টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া

Border Gavaskar Trophy: মেলবোর্নে ভারতের একাদশ কেমন হতে চলেছে, জেনে নিন একনজরে। এখনও পর্যন্ত সিরিজে সমতা আছে। চতুর্থ টেস্টে ফয়সালার আশা করছে উভয় দলই।

Border Gavaskar Trophy: মেলবোর্নে ভারতের একাদশ কেমন হতে চলেছে, জেনে নিন একনজরে। এখনও পর্যন্ত সিরিজে সমতা আছে। চতুর্থ টেস্টে ফয়সালার আশা করছে উভয় দলই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India Test Team, ভারতীয় টেস্ট দল

Team India Test Team: ভারতীয় টেস্ট দল। (ছবি- টুইটার)

Team India predicted Playing XI and weather update for Boxing Day Test: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আবহাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার পরেই টিম ইন্ডিয়াতে পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। ব্যুরো অফ মেট্রোলজি অনুযায়ী, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সময় প্রচণ্ড তাপ থাকতে পারে। প্রথম দিনের তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের প্রবীণ আবহাওয়াবিদ অ্যাঙ্গাস হাইন্স বলেন, 'অস্ট্রেলিয়ার বাকি অংশের চেয়ে বক্সিং ডে টেস্ট চলাকালীন মেলবোর্নে গরম অনেক বেশি থাকবে। ম্যাচের প্রথম দিন সবচেয়ে বেশি গরম পড়তে পারে। এমনটাই আপাতত জানা গেছে।'

Advertisment

আবহাওয়া দফতরের এই পূর্বাভাস ভারতকে চতুর্থ টেস্টে দল গঠন নিয়ে নতুন করে ভাবাচ্ছে। ভারতীয় পেসারদের কাছে প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ বোলিং করা কঠিন হবে। সেই জন্য দল অতিরিক্ত স্পিনার খেলাতে চাইছে। রবীন্দ্র জাদেজা গাব্বায় দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু, বোলিংয়ে দাগ কাটতে পারেননি। সেই কারণে স্পিনার হিসেবে টিম ইন্ডিয়া এমসিজিতে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কথা ভাবছে। 

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাভাসের প্রেক্ষিতে, জাদেজা একাদশে তাঁর জায়গা ধরে রাখতে পারেন। পাশাপাশি, থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও। এবার বড় প্রশ্ন হল, বাড়তি স্পিনার খেলালে কাকে বসানো হবে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুব সম্ভবত সিরাজকে বসানো হতে পারে। কারণ, সিরাজ এখন ফর্মে নেই। কিন্তু, এটাও দেখতে হবে যে ভারত শুধু দুই বিশেষজ্ঞ পেসার এবং নীতীশ রেড্ডিকে খেলানোর ঝুঁকি নিতে পারে না। তাই সিরাজের বদলে দলে ঢুকতে পারেন হর্ষিত রানা। 

আরও পড়ুন- এবিডিকে আউট করে ভয়ঙ্কর সেন্ড অফ দিয়েছিল! বুমরার স্বরূপ ফাঁস করলেন এবার হাসি

নীতীশ রেড্ডির জায়গায় দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। নীতীশ রেড্ডি খুব একটা খারাপ খেলছিলেন না। কিন্তু, আবহাওয়ার কথা মাথায় রাখলে তাঁকে বাদ পড়তেই হচ্ছে। অস্ট্রেলিয়ার পিচ কিউরেটররা জানিয়েছেন যে, সূর্যালোক কমলেই পিচ ক্রমশ স্পিন সহায়ক হয়ে উঠবে। ম্যাচের ৪র্থ এবং ৫ম দিন পুরোপুরি স্পিনারদের দখলে চলে যেতে পারে। সেকথা মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট মেলবোর্নে দুই স্পিনারই খেলাতে চায়।

Cricket News Indian Cricket Team Team India Team India Border-Gavaskar Trophy Boxing Day Test Melbourne Cricket Ground