Michael Hussey on Jasprit Bumrah: এবিডিকে আউট করে ভয়ঙ্কর সেন্ড অফ দিয়েছিল! বুমরার স্বরূপ ফাঁস করলেন এবার হাসি

Border Gavaskar Trophy: এবিডিকেও ছাড়েননি বুমরা, পুরোনো ঘটনা শেয়ার করলেন মাইকেল হাসি। তাঁর সঙ্গে কিংবদন্তি বোলারের কী কথা হয়েছিল, সেটাও সামনে আনলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians, IPL, মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল

Mumbai Indians-IPL: আইপিএলে বুমরা এবারও মুম্বইয়ের হয়েই খেলবেন। (ছবি- আইপিএল)

Michael Hussey on Jasprit Bumrah's unique bowling action: আইপিএলে এবি ডি ভিলিয়ার্সকে স্লেজিং করে বিদায়ের ভঙ্গিমা দেখানোর পর মাইকেল হাসি সেই সময়কার তরুণ ক্রিকেটার জসপ্রীত বুমরাকে সতর্ক করেছিলেন। সঠিক পরামর্শ দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন হাসি নিজে। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে বুমরা তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে বল করেছিল। সেই সময় হাসির প্রশ্ন ছিল, 'ছেলেটা কে?' হাসি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে বুমরার সাফল্য দেখে তিনি মোটেও অবাক হননি। কারণ, তিনি মনে করেন যে এই সাফল্য বুমরার পাওয়ারই ছিল।  

Advertisment

এক পডকাস্টে হাসি বলেছেন, 'বুমরার এই সাফল্যে সত্যিই অবাক হইনি। এটা হওয়ারই ছিল। আমি ওঁর সঙ্গে একবছর আইপিএল খেলেছি। সেই সময় আমি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলাম। ও তখন বাচ্চা ছেলে। নেটে ও বল করছিল। আমি খেলতেই পারিনি। আমার মনে হচ্ছিল বলটা যেন মুহূর্তের মধ্যে চলে আসছে। এমনকী ওঁর হাত থেকে বেরিয়ে আসা বলটাও আমি মারতে পারছি না। ওঁর বোলিং অ্যাকশনটা একদম অন্যরকম।'

হাসি বলেন, 'প্রথমে আমি ভাবিনি যে ও খেলবে। অনেকে তো ওঁর রানআপ দেখেই অবাক হয়ে যাচ্ছিল। আমার মনে প্রশ্ন জাগে, এটা কী হচ্ছে? ছেলেটা কে? তারপর যখন ১৪৫ কিলোমিটার বেগে বলটা ছুটে এসে আমার স্ট্যাম্পটা উড়িয়ে দিল, তখন আমার ভুলটা ভাঙল।' হাসি জানিয়েছেন, শুধু তিনিই নন। অনেকেই বুমরা সম্পর্কে প্রথমে ভুল ভেবেছিলেন। ভারতে অনেকে তো ভেবেছিলেন যে বুমরা বেশিদিন টেস্ট খেলতে পারবে না। এই প্রসঙ্গে হাসি বলেন, 'ভারতে অনেকেই ওঁর বোলিং অ্যাকশন দেখে ভেবেছিল, ও বেশিদিন  টেস্ট খেলতে পারবে না। তবে আমার কিন্তু, মনে হয়েছিল যে ওঁর যেমন দক্ষতা বা ক্ষমতা, তাতে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে।'   

আইপিএল ২০১৪-য় মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মধ্যে একটি ম্যাচ চলাকালীন সেই সময়কার তরুণ জসপ্রীত বুমরার সঙ্গে একটি কথোপকথনও এই প্রসঙ্গে মনে পড়ছে হাসির। তিনি বলেন, 'বুমরাকে আইপিএল চলাকালীন একবার কড়া কথা বলেছিলাম। ও প্রথম দিকের একটা খেলায় এবি ডি ভিলিয়ার্সকে আউট করেছিল। আর দুর্দান্ত আউট ছিল। কিন্তু, তারপর চলে যাওয়ার ভঙ্গি দেখিয়ে স্লেজিং করে। তাতে ডি ভিলিয়ার্স রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল। আমি তখন বুমরাকে সরিয়ে নিয়ে যাই। ওঁকে বলি, তোমার যা দক্ষতা, তাতে এমনিই উইকেট পাবে। আলাদা করে স্লেজিং করার দরকার নেই। ক্রিকেটে সম্মান পেতে হলে, তাহলে আর স্লেজিং কর না।'

Advertisment

আরও পড়ুন- মুখ দেখাদেখি বন্ধ অশ্বিনের সঙ্গে! মহাতারকা সংঘাত নিয়ে সত্যি-মিথ্যে খোলসা হরভজনের, উঠল ঝড়

হাসি বলেন, 'বুমরা এমনিতে নম্র স্বভাবের মাটির মানুষ। স্লেজিং করাটা ওঁর স্বভাবের বাইরে। ওঁর বোলিং দেখতে আমার সবসময় ভালো লাগে। আর, ওঁর শান্ত স্বভাব, হাসিমুখ যেন ওঁর চরিত্রের সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে যায়। ও সচরাচর আবেগপ্রবণ হয় না। সত্যিই এক দুর্দান্ত প্রতিভা।'

cricket Mumbai Indians AB de Villiers IPL Cricket News Jasprit Bumrah Michael Hussey