শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অজিরা, জোড়া উইকেট নিয়ে কাঁপাচ্ছেন অশ্বিন

ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম টেস্টের পর হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও।

ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম টেস্টের পর হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আর ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সামনে অজিরা। দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন স্কোরবোর্ডে মাত্র তিন অঙ্কের রান তোলার ফাঁকেই হারিয়েছে ৩ উইকেট। অশ্বিন আগের টেস্টের মতোই ভেলকি দেখাচ্ছেন। ইতিমধ্যেই দুজনকে আউট করেছেন।

Advertisment

রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ওপেনার জো বার্নস এবং স্টিভ স্মিথ। দিনের পঞ্চম ওভারেই জো বার্নসকে ফিরিয়ে দেন বুমরা।

আরো পড়ুন: রোহিত নন, জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন এবার এই তারকা! সফরের মাঝেই সিদ্ধান্ত

তারপর শুরু অশ্বিনের ভেলকি। স্কোরবোর্ডে মাত্র ৩ রান যোগ করার ফাঁকে অশ্বিন পরপর ফিরিয়ে দেন ওপেনার ম্যাথু ওয়েড (৩০) এবং স্টিভ স্মিথ (০)কে। ৩৮/৩ হয়ে যাওয়ার পর ক্রিজে আপাতত ব্যাটিং করছেন মার্নাস লাবুশানে (৩৭) এবং ট্র্যাভিস হেড (২৪)।

Advertisment

এদিনই মেলবোর্নে ভারতের জার্সিতে অভিষেক ঘটল শুভমান গিল এবং মহম্মদ সিরাজের। সিরাজ এদিন ৪ ওভার বল করেছেন এখনও পর্যন্ত। কোনো উইকেট নেননি। তবে শৃঙ্খলা রেখে বোলিং করে গিয়েছেন। খরচ করেছেন মাত্র ২১ রান।

টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Ravichandran Ashwin