/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/EqH8HVQW8AYmSRx_copy_759x422.jpeg)
উইকেটের পিছনে মেলবোর্ন টেস্টে আত্মবিশ্বাসের সঙ্গে কিপিং করছেন ঋষভ পন্থ। হালকা স্লেজিংও করছেন তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। দলের বোলারদের উজ্জীবিত করার পাশাপাশি পন্থ অজি ব্যাটসম্যানদের ফোকাস নাড়িয়ে দিতে চেষ্টার কার্পণ্য করছেন না।
এমনিতে অজি তারকা ম্যাথু ওয়েডের সঙ্গে মাঠেই ব্যঙ্গ বিদ্রুপ চলছে পন্থের। গোটা ম্যাচ জুড়েই এমন কান্ড করছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তৃতীয় দিনে এবার বোঝা গেল কেমন ভাবে নিজেদের মধ্যে বাদানুবাদ করছেন ওয়েড-পন্থ। স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা পড়ল সেই আওয়াজ।
আরো পড়ুন: জাদেজা-বুমরাদের সামনে গুঁড়িয়ে গেল অজিরা, ঐতিহাসিক জয়ের সামনে টিম রাহানে
অস্ট্রেলীয়দের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। সেই সময় বল করছিলেন জসপ্রীত বুমরা। বুমরার বল ওয়েডের প্যাড লক্ষ্য করে ধেয়ে আসার পরই ওয়েড হালকা পুশ করেন লেগের দিকে। সেই সময়েই ব্যঙ্গের হাসি হেসে পন্থ পিছন থেকে আওয়াজ দেন, "হে হে হে!" পাল্টা দেন ওয়েডও।
The Wade-Pant verbals continue ???????? #AUSvINDpic.twitter.com/VjZ9hDm24I
— cricket.com.au (@cricketcomau) December 28, 2020
সঙ্গেসঙ্গেই অস্ট্রেলীয় ওপেনার পন্থকে বলে দেন, "হে হে হে! তুই নিজেকে আবার নিশ্চয় বিগ স্ক্রিনে দেখেছিস।" যা শুনে ধারাভাষ্যকাররা হাসিতে ফেটে পড়েন কমেন্ট্রি রুমেই। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের টুইটার হ্যান্ডলে এই মজার বাক্যালাপ শেয়ার করে। মুহূর্তেই তা ভাইরাল।
মেলবোর্নে জয় ভারতের হাতের মুঠোয়। ১৩১ রানের লিড নিয়ে ইনিংস শেষ করার পর ভারতীয় বোলাররা অস্ট্রেলীয় ব্যাটিংয়ের টপ অর্ডার একদম মুড়িয়ে দিয়েছে। দিনের শেষে অজিরা ১৩৩/৬। মাত্র ২ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন এবং প্যাট কামিন্স সপ্তম উইকেটে ৩৪ রানের পার্টনারশিপ না গড়লে এদিনই হয়ত অজিরা অলআউট হয়ে যেত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন