ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ করেই টিম ইন্ডিয়া পাড়ি জমাবে অস্ট্রেলিয়ার মাটিতে। ক্যাঙারুর দেশে দু মাস থাকবে বিরাট কোহলি অ্যান্ড কোং। পূর্ণাঙ্গ এই ক্রিকেট সিরিজে তিনটি টি-২০, চারটি টেস্ট ও তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ সদস্যের টেস্ট ও টি-২০ দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
কোহলির দলে নিজের জায়গা ধরে রেখেছেন শিখর ধাওয়ান। অন্যদিকে প্রত্যাবর্তন করেছেন রোহিত শর্মা ও মুরলী বিজয়। জাতীয় দলের জার্সিতে টেস্ট দল থেকে বাদ পড়ার পর বিজয় কাউন্টি ক্রিকেটে নিজেকে ঝালিয়েছেন। এসেক্সের হয়ে কাউন্টি অভিষেকেই দুরন্ত সাফল্য পেয়েছেন তিনি। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে অনবদ্য একটি সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরান করেছেন তিনি। এছাড়াও ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৮৫ ও সারের বিরুদ্ধে ৮০ রানের ঝকঝকে ইনিংস রয়েছে তাঁর। রোহিত শর্মা ওয়ান-ডে ফর্ম্যাটে অসাধারণ ফর্মেই রয়েছেন। তাঁর টেস্ট দলে সুযোগ না-পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনরাই। অবশেষে ফের রোহিতকে দেখা যাবে সাদা জার্সিতে। ময়ঙ্ক আগারওয়ালকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাবেননি নির্বাচকরা।
আরও পড়ুন: ভারতের অস্ট্রেলিয়া সফর: দেখে নিন পূর্ণাঙ্গ সফর সূচি
He is back in whites - @ImRo45 is back in the Test squad for the Australia series #TeamIndia pic.twitter.com/3CU85AXzLc
— BCCI (@BCCI) October 26, 2018
অন্যদিকে ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ায় যাবেন ঋষভ পন্থ। ঋদ্ধিমান সাহা এখনও চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারেননি। অন্যদিকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও ফিট নন। ওভাল টেস্টে অভিষেক করে হাফ-সেঞ্চুরি পেয়েছিলেন হনুমা বিহারী। তিনিও সুযোগ পেয়েছেন টিমে। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পাওয়া ইশান্ত শর্মা যদিও রয়েছেন দলের সঙ্গে। ইশান্তের সঙ্গে পেস বিভাগে রয়েছেন যসপ্রীত বুমরা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। স্পিনার হিসেবে বিমান ধরবেন রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। টি-২০ দলে সুযোগ করে নিয়েছেন শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর ও ক্রুনাল পাণ্ডিয়া ও খালিল আহমেদ। কিন্তু রাখা হয়নি দেশের একমাত্র টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দল: বিরাট কোহলি (সি), মুরলী বিজয়, লোকেশ রাহুল, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, আর অশ্বিন, আর জাদেজা, কুলদীপ যাদব, শামি, ইশান্ত, উমেশ, বুমরা ও ভুবনেশ্বর কুমার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি-২০ দল: বিরাট কোহলি (সি), রোহিত (ভিসি), শিখর, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, কুলদীর যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যসপ্রীত বুমরা, উমেশ যাদব, খালিল আহমেদ