ভারতের অস্ট্রেলিয়া সফর: দেখে নিন পূর্ণাঙ্গ সফর সূচি

চলতি বছর নভেম্বরে অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া। ক্যাঙারুর দেশে দু মাস থাকবে বিরাট কোহলি অ্যান্ড কোং।

চলতি বছর নভেম্বরে অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া। ক্যাঙারুর দেশে দু মাস থাকবে বিরাট কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
India Tour of Australia 2018-19: India to play 3 T20Is, 4 Tests and 3 ODIs

India vs England: অ্যান্ডারসনের বিরুদ্ধে বেগ পেতে হবে কোহলিকে, বলছেন ম্যাকগ্রা(ফাইল চিত্র)

চলতি বছর নভেম্বরে অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া। ক্যাঙারুর দেশে দু মাস থাকবে বিরাট কোহলি অ্যান্ড কোং।  পূর্ণাঙ্গ এই ক্রিকেট সিরিজে তিনটি টি-২০, চারটি টেস্ট ও তিনটি ওয়ান-ডে ম্যাচ খালা হবে। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসন্ন এই সিরিজের সূচি প্রকাশিত হয়েছে। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের হাত ধরে শুরু হবে ধুন্ধুমার ইন্দো-অজি লড়াই। ২১ নভেম্বর গাবায় প্রথম টি-২০ খেলবেন বিরাটরা। ১৮ জানুয়ারি সিরিজের শেষ ওয়ান-ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে।

Advertisment

আরও পড়ুন, বিরাটের কাউন্টি খেলা অনিশ্চিত, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তাঁকে চাইছে বোর্ড

অন্যদিকে বিসিসিআই এখনও অ্যাডিলেডে দিনরাতের টেস্টের অনুমোদন দেয়নি।  গোলাপি বলে খেলা নিয়ে ভারত অনিশ্চয়তায় রয়েছে। যদিও দু দেশের মধ্যে এই বিষয় নিয়ে এখনও কথা চলছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড প্রেস বিজ্ঞপ্তি মারফত এমনটাই জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা চাইছি ভারত যেন অ্য়াডিলেডে ডে-নাইট টেস্ট খেলে। বিষয়টা নিয়ে এখনও কথা চলছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই একটা উত্তর পেয়ে যাব।”

Advertisment

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এই সিরিজে খেলবেন না। বল বিকৃতির দায় এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত তাঁরা। অন্যদিকে ক্যামেরন ব্যানক্রফট একই দোষে ন মাসের সাজা ভোগ করছেন। ওয়ান-ডে-র দল নির্বাচনের সময় তাঁর কথা ভাবা হতে পারে।

আরও পড়ুন, ফের ইংল্যান্ডে ভোগান্তি পোহাক কোহলি, ভারতীয় ক্যাপ্টেনের জন্য এমনটা কে চাইছেন?

ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ ক্রীড়া সূচি:

নভেম্বর ২১-  অস্ট্রেলিয়া বনাম ভারত, গাবা, প্রথম টি-২০

নভেম্বর ২৩- অস্ট্রেলিয়া বনাম ভারত, মেলবোর্ন, দ্বিতীয় টি-২০

নভেম্বর ২৫- অস্ট্রেলিয়া বনাম ভারত, সিডনি, তৃতীয় টি-২০

ডিসেম্বর ৬-১০- অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্য়াডিলেড ওভাল, প্রথম টেস্ট

ডিসেম্বর ১৪-১৮- অস্ট্রেলিয়া বনাম ভারত, পার্থ, দ্বিতীয় টেস্ট

ডিসেম্বর ২৬-৩০- অস্ট্রেলিয়া বনাম ভারত, মেলবোর্ন, তৃতীয় টেস্ট

জানুয়ারি ৩-৭- অস্ট্রেলিয়া বনাম ভারত. সিডনি, চতুর্থ টেস্ট

জানুয়ারি ১২- অস্ট্রেলিয়া বনাম ভারত, সিডনি, প্রথম ওয়ান ডে

জানুয়ারি ১৫- অস্ট্রেলিয়া বনাম ভারত, অ্যাডিলেড ওভাল, দ্বিতীয় ওয়ান ডে

জানুয়ারি ১৮- অস্ট্রেলিয়া বনাম ভারত, মেলবোর্ন, তৃতীয় ওয়ান ডে

Virat Kohli Cricket Australia BCCI