India vs Australia, Semi-Final Champions Trophy 2025 Dubai International Cricket Stadium Pitch Report, Dubai Weather Forecast Update: আইসিসির নকআউট পর্বে বারবার পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন নির্ভর বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের পর মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে ভারত ফের মাঠে নেমেছে। তবে, এই ম্যাচের জন্য আগের ম্যাচের নয়, নতুন পিচ ব্যবহার করা হচ্ছে।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। কারণটা কী, তা তিনি নিজেই জানিয়েছেন। টস করতে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, 'আমরা ব্যাটিং নিয়েছি। উইকেট বেশ শুকনো মনে হচ্ছে। ছেলেরা কয়েকটি অনুশীলন করেছে, সবাই রেডি। পিচে বল ঘোরার সম্ভাবনা আছে। ভারত খুবই শক্তিশালী দল। আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে— কুপার কনোলি ম্যাট শর্টের জায়গায় এসেছে, আর সাঙ্গা স্পেন্সার জনসনের বদলে খেলছে।'
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'ব্যাটিং বা বোলিং কোনওটাতেই আমাদের অসুবিধা ছিল না। আমি দুটোর জন্যই তৈরি ছিলাম। যখন কেউ দ্বিধায় থাকে, তখন টস হারাই ভালো! উইকেটের চরিত্র বারবার বদলাচ্ছে, তাই ভালো ক্রিকেট খেলতেই হবে। আমরা আগের তিনটি ম্যাচেই ভালো খেলেছি এবং এখানেও সেটাই করতে চাই। ম্যাচ কঠিন হতে চলেছে। আমরা একই দল নিয়ে খেলছি এবং যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। এখন যেহেতু আমরা প্রথমে বল করছি, আমাদের ভালো বোলিং করতে হবে এবং ওদের যত সম্ভব কম রানে আটকে রাখতে হবে।'
আরও পড়ুন- অস্ট্রেলিয়ার ২য় উইকেটের পতন, হেড আউট
পিচ রিপোর্ট দিতে গিয়ে মাইক আথারটন ও রমিজ রাজা জানান, দুবাইয়ে এখন খুব বেশি গরম নেই, মাঠের ওপর দিয়ে মৃদু বাতাস বইছে। উইকেট থেকে আম্পায়ারের পিছন দিক দিয়ে বাউন্ডারির দূরত্ব ৭৭। আর, এমনিতে বাউন্ডারির দৈর্ঘ্য ৬২ থেকে ৬৯ মিটার। মাঠটি অনেকটা বর্গাকার। পিচে ঘাস নেই বললেই চলে। পিচটি খুব শুকনো। তার মধ্যে ফাটল আছে। বল গ্রিপ করতে অসুবিধা হওয়ার কথা না। তবে, ফাটল থাকায় স্পিনারদের পক্ষে সুবিধা হবে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে, দুপুরের দিকে দুবাইয়ের তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তাপমাত্রা কমে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।