কাফ মাসলে চোট পাওয়ার পরই আশঙ্কা করা হয়েছিল হয়ত গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন উমেশ যাদব। সেই আশঙ্কা সত্যি করেই এবার কার্যত জানিয়ে দেওয়া হল সিডনি এবং ব্রিসবেনে সিরিজের বাকি দুই টেস্টে ম্যাচে খেলতে পারবেন না উমেশ যাদব।
উমেশের পরিবর্তে টিম ম্যানেজমেন্টের পছন্দ শার্দুল ঠাকুর। বাঁ হাতি পেস সেনসেশন টি নটরাজনকে টেস্টের স্কোয়াডে ব্যাক আপ হিসাবে আগেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সূত্রের খবর, নটরাজনের পরিবর্তে টিম ম্যানেজমেন্টের পছন্দ শার্দুল ঠাকুর।
আরো পড়ুন: রাহানের জয়ী দল থেকে বাদ পড়ছেন এই তারকা, পরের টেস্টেই রোহিত
সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেছেন, "ক্রিকেট মহল টি নটরাজনের উত্থানে চমকৃত। তবে ভুললে চলবে না ও এখনো পর্যন্ত তামিলনাড়ুর হয়ে কেবলমাত্র প্রথম শ্রেণির ম্যাচে খেলেছে। অন্যদিকে, শার্দুল ঠাকুর কিন্তু মুম্বইয়ের হয়ে নিয়মিত লাল বলের ক্রিকেটে অংশ নেওয়া বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভার বল করার আগেই চোট পেয়ে বসায় টেস্ট ডেবিউ হয়নি। তবে এবার ও দারুণ ছন্দে রয়েছে। প্রথম একাদশে উমেশের বদলে ঢুকতে পারে।"
জানা গিয়েছে, সিডনিতে পৌঁছে কোচ রবি শাস্ত্রী, ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং বোলিং কোচ ভারত অরুণ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বোর্ডের সেই সোর্স পিটিআইকে জানিয়েছেন, "শেষ কিছু ট্রেনিং সেশন গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিডনিতে ট্রেনিং সেশন দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।" শার্দুল ঠাকুর ঘরোয়া ক্রিকেটের অন্যতম তারকা। ৬২টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে ২০৬টি উইকেট দখল করেছেন তিনি। শার্দুল ঠাকুরের প্লাস পয়েন্ট হতে পারে ব্যাট হাতে টিকে থাকার দক্ষতা। চলতি সিরিজে টেল এন্ডাররা আশাপ্রদ পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তবে শার্দুল ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে হাফডজন হাফসেঞ্চুরি করেছেন। জাতীয় দলের হয়েও ব্যাট হাতে দক্ষতা প্রদর্শন করেছেন তিনি।
উমেশ যাদব দেশে ফিরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করবেন। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে বল করার সময় কাফ মাসলে চোট পান। তিনি উঠে যাওয়ার পর, বোলিং ওভারের কোটা পূরণ করেন মহম্মদ সিরাজ।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন