অস্ট্রেলীয়দের দূর্গ গাব্বায় ভারতীয়দের দাপট। আর সেই দাপটের নাম শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর। ১৮৬/৬ থেকে ভারতকে ৩৩৬ রানে পৌঁছে দেওয়া দুই নায়কের। সপ্তম উইকেটে যে ১২৩ রানের পার্টনারশিপ অজিদের কার্যত ম্যাচ থেকেই ছিটকে দিল, সেই জুটি গাব্বায় রেকর্ডের পর রেকর্ড গড়ে গেল।
অভিষেকেই ১১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সুন্দর। তা-ও আবার বল নয়, ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো দলের সপ্তম স্থানে ব্যাট হাতে নামা অভিষেককারীর এটাই সর্বোচ্চ স্কোর। এর আগে এর রেকর্ড দখলে ছিল ইংল্যান্ডের ফ্রাঙ্ক ফস্টারের। ১৯১১ সালে সফরকারী ইংল্যান্ড দলের অভিষেককারী ছিলেন তিনি। প্রথম ম্যাচেই সাত নম্বরে ব্যাট করতে ৫৬ করেছিলেন। এদিন সেই রেকর্ডই ভাঙলেন সুন্দর।
আরো পড়ুন: শার্দুল-সুন্দরের ঐতিহাসিক জুটিতে ধ্বংস অজিরা, গাব্বায় রোমহর্ষক ব্যাটিং ইন্ডিয়ার
ভারতীয়দের মধ্যে কোনো অভিষেককারীর সাত নম্বরে নামা এটাই তৃতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে রাহুল দ্রাবিড় ১৯৯৬ সালে লর্ডসে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯৬ করেছিলেন।
সেইসঙ্গে সুন্দর হলেন তৃতীয় ভারতীয় যিনি অভিষেক ম্যাচেই বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি হাফসেঞ্চুরিও।করেন। এর আগে একই কৃতিত্ব গড়েন দাত্তু ফাদকার এবং হনুমা বিহারী। রেকর্ড গড়লেন শার্দুল ঠাকুরও। আট নম্বরে ব্যাট করতে নেমে তাঁর ৬৭ ই ইনিংসের সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে আট নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের সর্বোচ্চ স্কোর গড়ার নিরিখে ৬৭ তৃতীয় সেরা।
সবমিলিয়ে শুধু ভারতকে ম্যাচে ফেরানোই নয়, শার্দুল-ওয়াশিংটন জুটি নতুন করে রেকর্ড বই লিখতে বাধ্য করলেন পরিসংখ্যানবিদদের। গাব্বায় দুরন্ত এই পার্টনারশিপে ভর করে জয়ের নজির গড়তে পারে কিনা, সেটাই দেখার।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন