জয়ের জন্য মরিয়া অস্ট্রেলিয়া। তাই শেষদিনে গাব্বার ফাটল ধরা পিচে ভারতীয় ব্যাটসম্যানদের শরীর লক্ষ্য করে একের পর এক শর্ট বল, বাউন্সার ধেয়ে এল। স্টার্ক, কামিন্স কিংবা হ্যাজেলউড একের পর এক শরীরী বলে ভয় জাগাতে চাইছিলেন রাহানেদের। তবে অজিদের সমস্ত চেষ্টাই বিফলে গেল।
শুভমান গিল অজি বোলারদের এমন ট্যাকটিক্স এর মোকাবিলা করলেন আগ্রাসীভাবে। স্টার্কের এক ওভারের বাউন্ডারি, ওভার বাউন্ডারি সমেত তুললেন ১৪ রান।
বাউন্সার, শর্ট বলে এভাবেই বারবার আহত হতে হল পূজারাদের।
পঞ্চম দিনের মর্নিং সেশনের সেরা পারফর্মার শুভমান গিল। ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই এদিন ভারত হারায় রোহিত শর্মাকে। তবে রোহিত আউট হয়ে গেলেও ভারতকে টানতে থাকেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। শুরুর দিকে জড়তা কাটিয়ে শুভমান অজি বোলারদের ওপর চড়াও হন। আর প্রথম সেশন শেষের দিকে অজিরাও শর্ট বলের সম্ভার নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের টার্গেট করে। এতেও অবিচল থাকেন তরুণ তারকা।
পূজারা সেই বল গায়ে গতরে হজম করতে থাকেন। তবে শুভমান গিল পাল্টা আক্রমণের পথ বেছে নেন। এমনই এক শর্ট বলে শুভমান অফ সাইডে ছক্কা হাঁকান।লাঞ্চের সময় শুভমান ৬৪ রানে অপরাজিত ছিলেন।
শুভমান গিল যেভাবে খেলছিলেন তাতে গাব্বাতেই কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করে ফেলতে পারতেন তিনি। তবে ৯১ রানের মাথায় লিয়নের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তাঁর ইনিংস সাজানো ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে। আউট হওয়ার আগে গিল পূজারার সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপে অজিদের জয়ের স্বপ্ন কার্যত মাটিতে মিশিয়ে দেন। আর শুভমানের ৯১ রানের ইনিংসে ভর করেই গাব্বায় জয়ের স্বপ্ন জিইয়ে রেখেছে ভারত।
আরো পড়ুন: গাব্বায় শতরান হল না গিলের, তরুণের স্বপ্নভঙ্গের দিনেই হতাশ অস্ট্রেলিয়া
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন