সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতে প্রথম দ্বি-পাক্ষিক ওয়ান-ডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তিনি। হ্যাটট্রিকের হাফ-সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। আজও তাঁর দলকে দেওয়ার রয়েছে। শুক্রবার মেলবোর্নে মাহির ব্যাটেই (৮৭*) ভারত সাত উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ ২-১ জিতে নিয়েছে।
এমসিজি-তে ধোনিকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ধোনি সেই ভূমিকায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। ম্যাচের পর তিনি এও জানিয়েছেন, দেশের প্রয়োজনে যে কোনও জায়গায় তিনি ব্যাট করতে রাজি আছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, বিশ্বকাপে ধোনি চারেই ব্যাট করুক এবং ভারতের ব্যাটিং অর্ডার এটাই থাকুক। ইন্ডিয়া টিভি-তে সৌরভ জানিয়েছেন, " এই সিরিজে ধোনিকে আমরা অনেকদিন পর এভাবে ব্যাট করতে দেখেছি। ভারত সিরিজে ১-০ পিছিয়ে থেকেও দুর্দান্ত খেলে ২-১ জয় পেয়েছে। অ্যাডিলেডে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু এটাও বলা হয়েছিল, এরকম ইনিংসই ধোনিকে আত্মবিশ্বাস যোগাবে। আর ঠিক সেটাই হয়েছে। আমার মনে হয় ভারতের এই ব্যাটিং অর্ডারই থাক। তিনে কোহলি, চারে ধোনি, পাঁচে কেদার ও ছ'নম্বরে আসুক দীনেশ কার্তিক।" কেন ধোনির জন্য চার নম্বর জায়গাটা ঠিক তারও ব্যাখ্যা দিয়েছেন সৌরভ। তাঁর মতে, "ধোনি চারে ব্যাট করতে নামলে ধাতস্থ হওয়ার সময় পাবে। রান করে ইনিংস গড়তে পারবে।"
আরও পড়ুন: ঝুলে থাকল পাণ্ডিয়া-রাহুলদের ভাগ্য, মুখ খুললেন সৌরভ
অন্যদিকে ধোনি অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক রেকর্ড করেছেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় হিসেবে সে দেশের মাটিতে ওয়ান-ডে ফর্ম্যাটে ১০০০ রান করলেন। পাশাপাশি এই সিরিজে সেরার পুরস্কারও পেয়েছেন ধোনি। ৩৭ বছর ১৯৫ দিন বয়সে এই সম্মান পেলেন তিনি। দেশের সবচেয়ে প্রবীন ক্রিকেটার হয়ে এই নজির গড়লেন তিনি। এর আগে ১৯৮৭ সালে সুনীল গাভাস্কর ৩৭ বছর ১৯১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছিলেন।