Advertisment

অস্ট্রেলিয়ায় কী হবে রোহিতের ব্যাটিং অর্ডার! বিরাটকে আগাম টিপস সৌরভের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার নাম দেখতে না-পেয়ে অবাক হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এশিয়া কাপে রোহিতের দুরন্ত ফর্মে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ফাইল চিত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার নাম দেখতে না-পেয়ে অবাক হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এশিয়া কাপে রোহিতের দুরন্ত ফর্মে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ টুইট করেই রোহিতকে এশিয়া কাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি এও বলেছিলেন যে, সে দিন আর দূরে নেই, যখন রোহিত ফের দেশের হয়ে সাদা জার্সিতে খেলবেন। সৌরভের কথাই মিলেছে। নির্বাচকরা টিম ইন্ডিয়ার হিটম্য়ানকে নিয়েই আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে।

Advertisment

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত কত নম্বরে ব্যাট করবেন? এটা এখন বিতর্কিত বিষয়। ওয়ান-ডে ও টি-২০ ফর্ম্যাটে রোহিতের ওপেনিং অর্ডার বাঁধা। কিন্তু ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে রোহিতকে কোথায় খেলোনো হবে! কারণ মুরলী বিজয়, লোকেশ রাহুল ও পৃথ্বী শ’র জায়গা মোটামুটি পাকা। তাহলে কখন নামানো যেতে পারে রোহিতকে। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে বিরাট কোহলিকে আগাম টিপস দিয়ে দিলেন সৌরভ। রোহিত রহস্য উন্মোচন করে দিলেন তিনি। সৌরভ বললেন, “আমি হলে রোহিতকে ছ’নম্বরে ব্যাট করতে পাঠাতাম। কারণটা খুব সহজ। রোহিত কেরিয়ারের সেরা ফর্মে ব্যাট করছে। আর ওর মতো একজন ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে। দারুণ টাচে আছে রোহিত। ওর স্কোয়ার দ্য উইকেট ভীষণ শক্তিশালী। অস্ট্রেলিয়ার পিচে এটা সাফল্যের অন্যতম রসায়ন।”

আরও পড়ুন: কেন টেস্ট টিমে নেই রোহিত শর্মা! প্রশ্ন সৌরভ-হরভজনের

হার্দিক পাণ্ডিয়ার অবর্তমানে কোহলির পক্ষে দল বাছাইয়ের কাজটা রীতিমতো কঠিন। ক’জন পেসার আর ক’জন স্পিনার নিয়ে ভারত খেলতে নামবে, সেটাই বড় প্রশ্নের। সেই উত্তরও রয়েছে সৌরভের কাছে। তিনি জানালেন, “আমি হলে তিনজন পেসার ও একজন স্পিনার নিয়েই দল সাজাতাম। চোটের জন্য হার্দিক খেলছে না। টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে দল নিয়ে। ঋষভ পন্থকে বাদ দিয়ে ছ’জন স্পেশালিস্ট ব্যাটসম্যান চার জন ফ্রন্টলাইন বোলারকে তারা খেলাবে নাকি সব বিভাগের স্পেশাল পাঁচ জনকে নিয়ে দল করবে! আধুনিক ক্রিকেটে সব ক্যাপ্টেনকেই এই দ্বিধার মধ্যে পড়তে হয়।”

cricket Sourav Ganguly Rohit Sharma
Advertisment