/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/ErQzjJBVEAA8Zf7_copy_760x422.jpeg)
ফের ঘাতক প্যাট কামিন্স। ভারতকে একাই মুড়িয়ে দিলেন প্রথম ইনিংসে। লাঞ্চ ব্রেকে ১৮০/৪ থেকে টিম ইন্ডিয়া অলআউট মাত্র ২৪৪ রানে। প্রথম ইনিংসে অজিরা লিড নিয়ে নিল ৯৪ রানের।
তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দিলেন প্যাট কামিন্স। ৪ উইকেট নিলেন তিনি। অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে দুই ওপেনারকে হারিয়ে স্কোরবোর্ডে ৯৬ তুলেছিল। ক্রিজে ছিলেন রাহানে, পূজারা। এদিন সাত সকালেই প্যাট কামিন্সের বল ব্যাটের খোঁচায় লেগে উইকেটে ঢুকে যায় রাহানের (২২)। কিছুক্ষণ পরেই হনুমা বিহারীও রান আউট হয়ে যান। লাঞ্চের আগেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।
#TeamIndia's innings ends at 244, which is 94 short of Australia's first innings total of 338.
Action will soon resume after the Tea break. #AUSvIND
Details - https://t.co/lHRi0Qef30pic.twitter.com/21p2B9SLTV
— BCCI (@BCCI) January 9, 2021
আরো পড়ুন: অবিশ্বাস্য! মাঝমাঠ থেকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট জাদেজার, স্মিথ চমকে গেলেন
পন্থের সঙ্গে পূজারার ব্যাটই ছিল ভারতের ভরসা। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই পন্থকে ফেরান হ্যাজেলউড। হাফসেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন পূজারাও। ভারতের প্রতিরোধ ওখানেই শেষ। জাদেজা শেষদিকে একপ্রান্ত আগলে ২৮ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন