Team India Playing XI for sydney test: সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে বেশ কিছু রদবদলের পথে হাঁটছে টিম ইন্ডিয়া। পিঠের ব্যথার জন্য এই টেস্ট হয়তো খেলতে পারবেন না ভারতীয় দলের পেসার আকাশদীপ। টিম ম্যানেজমেন্ট ধ্রুব জুরেলকে খেলাতে চাইছে। তার ফলে, ঋষভ পন্থের জায়গা নিয়েও তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। পার্থে ওয়াশিংটন সুন্দরকে দলে রেখে বাদ দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। হর্ষিত রানা পার্থে ভালো খেললেও, এডিলেডে টেস্ট খেলার ধকল নিতে পারেননি। মেলবোর্নে ভারত নীতীশকুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর- তিন অলরাউন্ডারকে খেলিয়েছে। তিন নম্বরে পাঠিয়েছিল কেএল রাহুলকে। রোহিত খেলেছিলেন ওপেনিং পজিশনে। এতেই দলের ভারসাম্য নষ্ট হয়েছে।
বক্সিং ডে টেস্টে ঋষভের আউট নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিশেষজ্ঞরা। এমসিজিতে প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডকে মারার সময় ঋষভ থার্ড ম্যানের হাতে ধরা পড়েন। যা নিয়ে সরব হন চলতি ট্রফি যাঁর নামে, সেই কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকরও। তিনি ঋষভের আউটকে 'বোকা'র মত সিদ্ধান্ত বলে কটাক্ষ করেন। দ্বিতীয় ইনিংসে ভারত ম্যাচ ড্র করার পজিশনে চলে গিয়েছিল। সেখানে পার্ট-টাইমার বোলার ট্রাভিস হেডের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ঋষভ। যার পরে কার্যত ভারতীয় ইনিংসে ধস নামে।
চলতি সিরিজে পন্থ যে ক'টি ইনিংসে ব্যাট করেছেন, তার মধ্যে তাঁর পার্থের ইনিংসই সেরা। সেখানে তিনি ৩৭ রান করেছিলেন। এই পরিস্থিতিতে শুরু থেকেই চালিয়ে খেলতে পন্থের ব্যর্থতা তাঁর পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে খেলাতে। ২৩ বছর বয়সি জুরেল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮০ এবং দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেছিলেন। কিন্তু, তারপর থেকে তাঁর এই সিরিজে আর খেলার সুযোগ জোটেনি। সেখানে পন্থ চার ম্যাচে সুযোগ পেয়েও সেভাবে সফল না হওয়ায় টিম ম্যানেজমেন্ট চাইছে ৫ম ম্যাচে জুরেলকে সুযোগ দিতে।
আরও পড়ুন- অবসর নয়, বাদ পড়ছেন রোহিত! বড় মন্তব্যে এবার ঝড় তুলে দিলেন কোচ গম্ভীর
পাশাপাশি চোট থাকায় আকাশদীপের জায়গায় ঢুকতে চলেছেন হর্ষিত রানা। কিন্তু, সিডনির পিচ সিরিজ জিততে অস্ট্রেলিয়া পেসার সহায়ক করতে পারে। সেক্ষেত্রে বুমরার ওপর চাপ কমাতে রবীন্দ্র জাদেজা বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কারও জায়গায় ঢুকতে পারেন সিমার প্রসিধ কৃষ্ণ। না হলে সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক। এই পিচ সাধারণত শুকনো থাকে। তবে, বৃষ্টি হলে এই পিচই আবার প্রাকৃতিক ভাবেই পেসারদের সহায়ক হয়ে যায়। সেকথা মাথায় রেখে, আবহাওয়া শেষ পর্যন্ত কেমন থাকে, দল বাছার আগে সেটাও দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।