Advertisment

Gautam Gambhir on Rohit Sharma and Team India selection: অবসর নয়, বাদ পড়ছেন রোহিত! বড় মন্তব্যে এবার ঝড় তুলে দিলেন কোচ গম্ভীর

India vs Australia Border Gavaskar Trophy: রোহিতকে বাদ দিয়েই হয়ত প্ৰথম একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া, প্রেস কনফারেন্সে গম্ভীরের বড় মন্তব্যে চরম জল্পনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Gautam Gambhir, রোহিত শর্মা, গৌতম গম্ভীর

Rohit-Gambhir: রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। (ফাইল ছবি)

Gautam Gambhir on Rohit Sharma and Team India selection: সিডনিতে শেষ বিজিটি টেস্টের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তীব্র হয়েছে। কোচ গৌতম গম্ভীর, ম্যাচের আগে প্রেস কনফারেন্সে জানিয়েছেন, সকালে পিচ দেখে রোহিতের প্লেয়িং ইলেভেনে জায়গা ঠিক হবে। রোহিত সিডনি টেস্ট খেলছেন কিনা জানতে চাইলে গম্ভীর বলেন, 'আমরা পিচ দেখব এবং আগামিকাল তারপর ঠিক করব।' 

Advertisment

বিজিটি-র প্রথম চার টেস্টেও রোহিতের দীর্ঘ রানের খরা অব্যাহত থাকায় এবং বিচ্ছিরি ভাবে একের পর এক ইনিংসে আউট হয়ে যাওয়ার কারণে দলে তাঁর জায়গা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সিডনিতে শেষ টেস্টের আগে দলের প্রেস কনফারেন্স শুরুর পূর্বে হেড কোচ গৌতম গম্ভীরকে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলতে দেখা যায়। বুমরার নেতৃত্বে চলতি সিরিজে ভারত একমাত্র টেস্ট ম্যাচটি জিতেছে। সেটা পার্থে। 

গম্ভীর যখন বুমরার সঙ্গে কথা বলছেন, সেই সময় রোহিতকে দেখা যায় যে মাঠে ফুটবল খেলছেন। দলের সঙ্গে ওয়ার্ম আপ ড্রিল করছেন। বাকিদের সঙ্গে পিচে সময় কাটাচ্ছেন। ভারতের কাছে এখনও সিরিজ ২-২ ড্র করার সুযোগ আছে। সিডনিতে জিততে পারলেই সেটা সম্ভব। কিন্তু, রোহিতের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন। গত বছরেরর সেপ্টেম্বর থেকে তাঁর ব্যাটিং স্কোর যথাক্রমে- ৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮, ১৮, ১১, ৩, ৬, ১০, ৩, ৯।  

পার্থের প্রথম টেস্ট ম্যাচে রোহিত খেলেননি। তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ায় তিনি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। ওই ম্যাচে বুমরা ভারতীয় দলের অধিনায়কত্ব করেন। তাঁর নেতৃত্বে ভারত প্রায় ৩০০ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পার্থের ম্যাচে। রোহিত ভারতীয় দলে ফেরেন এডিলেড ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে। আর, ওই ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে। 

Advertisment

আরও পড়ুন- বাদ পড়েছিলেন মেলবোর্নে, সিডনিতে মরিয়া হয়ে গম্ভীর-রোহিতরা ফেরাচ্ছেন এই তারকাকে

ব্রিসবেনের গাব্বায় তৃতীয় ম্যাচেও ভারতীয় দল হেরে যেত। শুধুমাত্র বৃষ্টির জন্য বেঁচে গিয়েছে। আর, চতুর্থ ম্যাচে মেলবোর্নে বৃষ্টি না হওয়ায় ভারতীয় দল ওই ম্যাচে হার এড়াতে পারেনি। ফলে, যে সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল, সেই সিরিজেই এখন টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে পিছিয়ে। আর, তারপরই ভারতীয় দলে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।  

cricket Team India Cricket News Border-Gavaskar Trophy Rohit Sharma Gautam Gambhir Team India Indian Cricket Team
Advertisment