Shubman Gill's potential return to India's Playing XI for the Sydney Test: মেলবোর্নে আচমকা দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ৫ম তথা অন্তিম টেস্টে ফের ভারতীয় দলে ফিরছেন শুভমান গিল। ২০২৪ সালের সেরা ব্যাটারদের অন্যতম গিল। তিনি ক্রমশই দলের তিন নম্বর পজিশনে অভ্যস্ত হয়ে উঠছিলেন। সেই সময়ই চলতি সিরিজের মেলবোর্ন টেস্টে গিলকে দল থেকে বাদ দেওয়া হয়। বদলে কেএল রাহুলকে নামানো হয় তিন নম্বর পজিশনে। কিন্তু, রাহুল এই নতুন পজিশনে মেলবোর্নে কিছুই করতে পারেননি। আর, যাঁকে ওপেনার হিসেবে নামানোর জন্য এভাবে গিলকে তিন নম্বর পজিশন থেকে সরানো হয়েছিল, সেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও মেলবোর্ন টেস্টে ব্যর্থ হয়েছেন। তা থেকে শিক্ষা নিয়েই সিরিজের মরণ-বাঁচন ম্যাচ সিডনিতে টিম ইন্ডিয়ায় তিন নম্বর পজিশনে ফেরানো হচ্ছে গিলকে।
২৫ বছরের শুভমানের বদলে দলের হেড কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন চেতেশ্বর পূজারাকে ফেরাতে। এই পূজারাকে আগের টিম ম্যানেজমেন্ট ও অজিত আগরকরের নির্বাচক কমিটি ২০২৩-এ দল থেকে বাদ দিয়েছিল। ফলে আগরকার পূজারাকে ফেরাতে রাজি হননি। বদলে সিডনিতে ফেরানো হচ্ছে শুভমানকেই। এনিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টে দ্বিমত রয়েছে। তার মধ্যেই সিডনিতে খেলতে হবে শুভমানকে। তাঁর পূর্বসূরিদের ক্ষেত্রে কিন্তু, এমনটা হয়নি।
এর আগে বিরাট কোহলি-রবি শাস্ত্রী যুগের শেষে টিম ইন্ডিয়ায় রোহিত শর্মা-গৌতম গম্ভীর যুগ শুরু হয়। সেই সময় শার্দুল ঠাকুরকে বেশ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, শুভমানকে যে নতুন টিম ম্যানেজমেন্ট ধারাবাহিকভাবে তিন নম্বর পজিশনেই খেলাবে, এমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। যদিও তাঁকে আপাতত তিন নম্বর পজিশনে নামানো হচ্ছে। ভারতীয় দলের অন্যতম প্রতিশ্রুতিমান খেলোয়াড় শুভমানের এখন দলের ব্যাটিং অর্ডারে একটা স্থায়ী জায়গা চাই। সেটা না পাওয়ায় তিনি নিজেও বেশ ধন্দে রয়েছেন।
গিল প্রথমে ছিলেন ওপেনার। তারপরে যশস্বী সেখানে থিতু হতেই তিনি স্বেচ্ছায় তিন নম্বর পজিশনে নামতে রাজি হয়েছিলেন। তাতে নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট খুশিই হয়েছিল। তাদের ধারণা ছিল, বিরাট কোহলির অবসরের পর গিল চার নম্বরে তাঁর জায়গা নেবেন। কিন্তু, এখন দেখা যাচ্ছে যে গিল ব্যাটিংয়ে তাঁর টেকনিক্যাল ত্রুটিগুলো দূর করতে পারেননি। ফলে, ভারতীয় দলে কার্যত তাঁর জায়গা এখনও পাকা নয়।
চলতি অস্ট্রেলিয়া সফরে গিল নামছেন যশস্বী জয়সওয়াল বা রোহিত শর্মা আউট হওয়ার ঠিক পরেই। কিন্তু, সিরিজে এখনও তিনি কোনও সাফল্য পাননি। আর, সেই কারণে ওই পজিশনে পূজারার কথা ভাবছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। গিল কিন্তু, প্রথমবার এমন সংকটে পড়ছেন না। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাইজাগ টেস্টের মাঝামাঝি সময়েও তিনি রান সংকটে পড়েছিলেন। সেই সময়ও ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আর, তার ফলে ব্যাগ গুছিয়ে গিল রঞ্জি খেলার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন।
CASTLED!
— cricket.com.au (@cricketcomau) December 7, 2024
Mitch Starc gets some "banana swing" to make a mess of Shubman Gill's stumps 🍌#DeliveredWithSpeed | @NBN_Australia | #AUSvIND pic.twitter.com/sP41huXm4F
এবার মেলবোর্নে রোহিত এবং রাহুল দু'জনেই ব্যর্থ হওয়ায় ফের সুযোগ মিলতে চলেছে গিলের। সিডনিতে স্পিন-বান্ধব পিচ হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বুমরার কাজের চাপ কমাতে আবার ভারতকে বোলিংয়ের ওপরও জোর বাড়ানোর কথা ভাবতে হচ্ছে। তাই বলে গিলের তিন নম্বরে পজিশনে নামা সম্ভবত আটকাবে না। কারণ, রোহিত তেমনটাই চান। রোহিত মনে করেন যে গিল অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিন নম্বর পজিশনে এমন ব্যাটারই দরকার।
আরও পড়ুন- বাতিল হওয়া এই তারকাকে অস্ট্রেলিয়ায় চেয়েছিলেন গম্ভীর, সাড়া দেননি নির্বাচকরা
অস্ট্রেলিয়ায় সফর শুরুর আগে গিল তিন নম্বর পজিশনে নেমে ভালোই ব্যাটিং করেছেন। সেই কথা মাথায় রেখে তাঁর আত্মবিশ্বাস জাগাতে গিলকে স্থায়ীভাবে তিন নম্বর পজিশনে নামানো উচিত ছিল। এমনটাই মনে করেন রোহিত। কিন্তু, টিম ইন্ডিয়া সেই রাস্তায় হাঁটেনি। ফলে, তাঁর দল থেকে বাদ পড়া শেষ পর্যন্ত গিলের মনে কী প্রভাব ফেলবে, তা কেবল সময়ই বলতে পারবে।