স্রেফ উড়ে গেল। ভারতের ক্রিকেট ইতিহাসকে কলঙ্কিত করে গেল এডিলেড ওভালের স্রেফ দুটো ঘন্টা। বেনজির কীর্তি ঘটিয়ে ভারত ৩৬/৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করল। যা ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। হ্যাজেলউড নিলেন ৪ উইকেট। কামিন্সের সংগ্রহে ৫। অস্ট্রেলিয়াকে জয়ের জন্য এখন করতে হবে মাত্র ৮৯ রান।
হ্যাজেলউড, কামিন্সের বোলিংয়ের কোনো কুলকিনারা খুঁজে পেল না কোহলির ভারত। কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারল না। পূজারা, রাহানে এবং অশ্বিন রানের খাতা খোলার আগেই হয়ে গেলেন।
আরো পড়ুন: ছেঁড়া জুতো পড়ে খেলছেন শামি, কারণ জানলে অবাক হতে হয়
গতকাল নাইটওয়াচম্যান হিসাবে অপরাজিত ছিলেন বুমরা। সঙ্গে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। এদিন শুরুর দ্বিতীয় ওভারেই বুমরা কামিন্সের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। আউট বন্যার সেই শুরু। তখনও বোঝা যায়নি সামনের কয়েকটা ওভারে কী হতে চলেছে। তবে এরপরেই মহাপ্রলয় ঘটিয়ে শুরু হয়ে যায় আয়ারাম-গয়ারাম পালা। কোহলি, পূজারা, রাহানে, ঋদ্ধিমান সাহা, অশ্বিন এবং বাকিরা দাঁড়াতেই পারলেন না।
ভারত ৩৬/৯ থাকার সময়ে ব্যাটিং করছিলেন শামি এবং উমেশ যাদব। তবে শামি রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন। এর অর্থ এদিন তিনি আর বোলিং করতে পারবেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন