/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/imgonline-com-ua-twotoone-P7sx6NVzePR_copy_760x422.jpg)
হতাশ হতে হল শার্দুল ঠাকুর এবং টি নটরাজনকে। উমেশ যাদবের পরিবর্ত হিসাবে সিডনি টেস্টে অংশ নিচ্ছেন নভদীপ সাইনি। বৃহস্পতিবার সিডনি টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল টিম ইন্ডিয়া। সেখানেই উমেশের পরিবর্তে নেওয়া হয়েছে সাইনিকে। তিনি অভিষেক ঘটাচ্ছেন টেস্টে।
রোহিত শর্মা সিডনি টেস্টে যে প্রত্যাবর্তন করছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে ওপেনিং না পাঁচে খেলবেন তা নিয়ে টিম ম্যানেজমেন্টের সংশয় ছিল। ওপেন করলে বাদ পড়তে হত মায়াঙ্ককে। আবার পাঁচে নামলে বসতে হত হনুমা বিহারীকে।
আরো পড়ুন: সৌরভের অসুস্থতায় কুৎসিত অপমান কংগ্রেস নেতার, শালীনতার মাত্রা ছাড়াল রসিকতা
মঙ্গলবার কেএল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় হনুমা বিহারী থাকছেন। রোহিতকে নেওয়া হলে মায়াঙ্কের জায়গায়। শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন তিনি। গোটা সিরিজ জুড়েই দলকে নির্ভরতা দিতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। তাই তাঁকেই বসানোর সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট।
NEWS - #TeamIndia announce Playing XI for the 3rd Test against Australia at the SCG.
Navdeep Saini is all set to make his debut.#AUSvINDpic.twitter.com/lCZNGda8UD
— BCCI (@BCCI) January 6, 2021
এই নিয়ে তিনটে টেস্টে তিন রকম ওপেনিং জুটি নিয়ে খেলছে ভারত। এডিলেডে প্রথম টেস্টে পৃথ্বী শ-মায়াঙ্ক আগারওয়াল, মেলবোর্নে মায়াঙ্ক আগারওয়াল-শুভমান গিলের পর এবার সিডনি টেস্ট দেখবে রোহিত শর্মা-শুভমান গিল জুটি।
যাইহোক, উমেশ যাদব চোট পেয়ে দ্বিতীয় টেস্টে ছিটকে যাওয়ার পরে লড়াইয়ে ছিলেন তিন পেসার। নভদীপ সাইনি ছাড়াও দলে ঢোকার দাবিদার ছিলেন শার্দুল ঠাকুর এবং নটরাজন। তবে শেষমেশ শিকে ছিড়ল নভদীপেরই।
আপাতত নজর সিডনি টেস্টের দিকে। সিডনিতেই যদি ভারত ২-১ এ এগিয়ে যায়, তাহলে দেশের টেস্টের ইতিহাসে এই সিরিজ রক মাইলফলক। হয়ে থাকবে। এমনিতেই ভারত দুই সিনিয়র ব্যাটসম্যানকে ছাড়া খেলছে। বোলিং বিভাগেও তিনজন চোটগ্রস্ত। অন্যদিকে অস্ট্রেলিয়া ওয়ার্নার বাদে পুরো শক্তি নিয়েই খেলছে। এখন দেখার নতুন রক্তে ভারত সিডনিতে বাজিমাত করতে পারে কিনা।
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন