পরপর চোট। ফিট এগারো জন ক্রিকেটারকে বাছতে রীতিমত চাপে টিম ম্যানেজমেন্ট। এই কারণে নিয়ম মেনে ম্যাচের ২৪ ঘন্টা আগে প্রথম একাদশ বাছতে পারল না টিম ইন্ডিয়া। চলতি সফরের প্রথম তিন টেস্টের ক্ষেত্রেই একদিন আগে দলের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে ব্রিসবেন টেস্টে খেলতে নামার আগে সেই নিয়ম মানতে পারল না।
জানা গিয়েছে জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে এখনো দ্বিধাগ্রস্ত দল। এই কারণেই প্রথা মেনে দল ঘোষণা স্থগিত রাখল দল। শুক্রবার টসের আগে প্রথম একাদশ ঘোষনা করবে টিম।
প্রসঙ্গত, তৃতীয় টেস্টের পরেই বুমরার পেটের পেশিতে ইনজুরির খবর প্রকাশ পায়। তারপরেই টিম ম্যানেজমেন্ট বুমরাকে ছাড়াই দলের একাদশ গড়ার বিষয়ে উদ্যোগী হয়। তবে শেষ কয়েক ঘন্টাতেই নাটকীয় পট পরিবর্তন। অন্দরের খবর, খেলার মত পরিস্থিতিতে থাকলে নামিয়ে দেওয়া হবে তারকা পেসারকে। তবে বুমরাকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল। শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে বুমরা খেলার মত ফিট কিনা, তা দেখার জন্য। তখনই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সাংবাদিক সম্মেলনে এসে সেই ইঙ্গিত ই দিয়ে গেলেন, "বুমরার সঙ্গে দলের মেডিক্যাল টিম রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত আমরা দেখব ও খেলার মত ফিট রয়েছে কিনা। যদি ফিট থাকে, তাহলে খেলবে, নাহলে, খেলবে না।"
বুমরা একান্তই খেলতে না পারলে জাতীয় দলের হয়ে মাত্র একটা টেস্ট খেলা শার্দুল ঠাকুরকে দেখা যাবে। সিডনি টেস্টের চতুর্থ দিন ব্যাক স্প্যাজম হওয়ার পর এখনো পুরোপুরি ফিট নন। তাঁর খেলার সম্ভবনা ৬০-৪০। তাঁকে নিয়েও সন্দিহান দল। টসের সময় বুমরার মতোই অশ্বিনের ভাগ্য জানা যাবে। অশ্বিন খেলতে না পারলে কুলদীপ যাদব কিংবা ওয়াশিংটন সুন্দর তাঁর জায়গা নিতে পারেন।
এদিকে, অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন ঘটেছে। কাঁধে চোট পেয়ে ছিটকে যাওয়া উইল পুকভস্কির বদলে নেওয়া হল মার্কাস হ্যারিসকে। এর আগে টেস্টে জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচে খেলেছেন। তিনিই গাব্বায় ওপেন করবেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে।
অস্ট্রেলীয় প্রথম একাদশ:
ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জোশ হ্যাজেলউড
আরো পড়ুন: কোহলিকে হারিয়েও পাক চ্যানেলের BREAKING NEWS এ অপদস্থ ইমরান, খিল্লি হল চূড়ান্ত
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর/অশ্বিন/কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা/শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, নটরাজন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন