সেই ২০১৭ সালে টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজের শেষেই তাঁকে রেখে দেওয়া হয়েছিল নেট বোলার হিসাবে। তাঁকেই সম্ভবত ব্রিসবেন টেস্টে নামিয়ে দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুন্দরের সবথেকে প্লাস পয়েন্ট ব্যাট হাতে কার্যকরী তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ এর উপর গড়ও রয়েছে তাঁর।
একের পর এক চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল। অশ্বিন, জাদেজা, বুমরা, বিহারী- সিডনি টেস্টের পরে চোটের তালিকায় নাম লিখিয়েছেন। জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে বলেছেন, “অশ্বিনের অবস্থা খুব খারাপ। না খেলার সম্ভবনা ৪০-৬০। ও যদি না নামতে পারে তাহলে চার পেসারে প্রথম একাদশ সাজানো হবে- মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং টি নটরাজন। আর যদি অশ্বিন খেলে তখনও সুন্দরকে নেওয়া হতে পারে একজন পেসারকে কমিয়ে। কারণ ও ব্যাট করতে পারে এবং বোলিং বিভাগেও অপশন বাড়ানো যাবে। কুলদীপকে ভাবা হচ্ছে না। কারণ ও ব্যাটটা পারে না। আর গব্বায় রান করাই আসল চাবিকাঠি।”
আরো পড়ুন: পন্থের গার্ড মুছে কি জোচ্চুরি করেছিলেন, স্মিথ অবশেষে মুখ খুললেন
সিডনি টেস্টে খেলার সময়েই পিঠের পেশিতে চোট পান অশ্বিন। যদি ও খেলার মত অবস্থাতেও থাকে, অশ্বিনকে সম্ভবত রেস্ট দেওয়া হবে। কারণ পুরো পাঁচদিন কতটা ওয়ার্কলোড নিতে পারবেন তিনি। তা নিয়ে সন্দিহান ম্যানেজমেন্ট। সেই কর্তা বলেছেন, “ব্যাক স্প্যাসম নিয়েই ২০ ওভার বল করেছে। তারপর দুটো সেশন ব্যাটিং করেছে। এটা মোটেই সহজ কাজ নয়। ঘটনা যাই হোক, সুন্দরই একদম সঠিক পরিবর্ত।”
After an epic fightback in Sydney, it is time to regroup. We have begun our preparations for the final Test at the Gabba! #TeamIndia #AUSvIND pic.twitter.com/oAUJboM5bH
— BCCI (@BCCI) January 13, 2021
জানা গিয়েছে দলের একনম্বর পেসার জসপ্রীত বুমরা ৫০ শতাংশ ফিট। সামনেই ইংল্যান্ড সিরিজ। তাই বুমরাকে নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে চায় না টিম। শার্দুল, নটরাজনকে ধরেই চার পেসারে দল নামানোর চিন্তা শুরু হয়ে গিয়েছে।
এর আগে শার্দুল ঠাকুর জাতীয় দলের হয়ে মাত্র ১টি টেস্টে অংশ নেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শার্দুলের অভিজ্ঞতা অনেকটাই বেশি। পিচ থেকে বাউন্স আদায় করা, এবং চমৎকার সিম মুভমেন্টে দক্ষ। তাই গব্বায় ফ্যাক্টর হয়ে যেতে পারেন তিনি। এমনটাই মনে করছে টিম।
শুধু বোলিং নয়। ব্যাটিংয়ে মিডল অর্ডারও সাজাতে হবে। জানা গিয়েছে, বিহারী চোট পাওয়ার পর প্রাথমিকভাবে মায়াঙ্ক আগারওয়ালকে ভাবা হয়েছিল পরিবর্ত হিসাবে। তবে মায়াঙ্ক আবার হালকা চোট পেয়েছেন অনুশীলনে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি মায়াঙ্ক নামতে না পারেন তাহলে পৃথ্বী শ খেলবেন। বাকি ব্যাটিং অর্ডার মূলত অপরিবর্তিত থাকছে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, মায়াঙ্ক আগারওয়াল/পৃথ্বী শ, অশ্বিন/ ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, এবং টি নটরাজন (যদি অশ্বিন খেলতে না পারেন)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: