Advertisment

পাহাড়প্রমাণ রান অস্ট্রেলিয়া, রাহানেদের মাথার চুল ছিড়ে ফেলার উপক্রম

তৃতীয় দিনের শেষে ভারত ২৪৪ রানে অলআউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া দিনের শেষে ২ উইকেট হারিয়ে তুলেছিল ১০৩ রান। দুই ওপেনার আউট হয়ে গেলেও ক্রিজে ব্যাটিং করছিলেন স্মিথ-লাবুশানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের সামনে জয়ের জন্য ৪০৭ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া। জমতে জমতে অস্ট্রেলিয়ার লিড ছুঁয়ে ফেলেছিল ৪০৬ রানে। চা বিরতি পর্যন্ত অজিরা ছিল ৩১২/৬। সেখানেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলীয়রা। প্রথম সেশনে দুই উইকেটের পর তৃতীয় সেশনেও দুই উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এর মধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে অজি ব্যাটিংকে টানলেন স্টিভ স্মিথ (৮১) এবং ক্যামেরন গ্রিন (৮৪)। ডিক্লেয়ার করার সময় ক্রিজে ব্যাটিং করছিলেন টিম পেইন (৩৯)।

Advertisment

কখন অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার করবে, সেদিকেই তাকিয়ে ছিল টিম ইন্ডিয়া। তবে টি ব্রেকেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। আগামীকাল পঞ্চমদিনের হিসাব ধরলে ভারতীয়দের আউট করার জন্য অস্ট্রেলিয়ার হাতে চারটে সেশন পড়ে রয়েছে।

আরো পড়ুন: মাঠেই বর্ণবিদ্বেষের শিকার মহম্মদ সিরাজ, রাহানের ইন্ডিয়া অভিযোগ জানাতে বাধ্য হল

গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়া ১০৩/২ করেছিল। ক্রিজে ব্যাটিং করছিলেন স্মিথ এবং লাবুশানে। দুজনের জুটিতে ভাঙন ধরান নভদীপ সাইনি। ১১৮ বলে ৭৩ করে সাজঘরে ফেরেন লাবুশানে। তবে তার আগে স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১০৩ রান যোগ করে যান তিনি।

লাবুশানে আউট হওয়ার পরের ওভারেই সাইনি তুলে নেন ম্যাথু ওয়েডকে। একইভাবে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। তারপরেই স্মিথ-গ্রিন জুটি পঞ্চম উইকেটের পার্টনারশিপে যোগ করে যান আরও ৬০ রান। পেইন-গ্রিনের জুটিতে যোগ হয় ১০৪ রান।

স্মিথ যখন প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছেন, তখনই ঝটকা দেন অশ্বিন। লেগ বিফোর করে দেন তারকাকে। তারপর চা বিরতির ঠিক আগেই বুমরা ফেরান ক্যামেরন গ্রিনকে। তারপরেই চা বিরতিতে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে দেয় অজিরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Australia BCCI
Advertisment