অস্ট্রেলীয় বোলাররা ভারতের উপর চাপ বজায় রেখেছে। তৃতীয় দিন লাঞ্চের মধ্যেই ভারত আরো দু উইকেট হারিয়েছে। রাহানে এবং হনুমা বিহারী দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে। লাঞ্চের বিরতিতে ভারত ১৮০/৪।
অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত দ্বিতীয় দিনের শেষে দুই ওপেনারকে হারিয়ে স্কোরবোর্ডে ৯৬ তুলেছিল। ক্রিজে ছিলেন রাহানে, পূজারা। এদিন সাত সকালেই প্যাট কামিন্সের বল ব্যাটের খোঁচায় লেগে উইকেটে ঢুকে যায় রাহানের (২২)। কিছুক্ষণ পরেই হনুমা বিহারীও রান আউট হয়ে যান।
তারপরেই ব্যাট করতে নেমেছেন ঋষভ পন্থ। পন্থ (২৯) এবং চেতেশ্বর পূজারা (৪২) দলকে টানছেন। অস্ট্রেলীয়দের থেকে ভারত এখনও ১৫৮ রানে পিছিয়ে। দুই তারকা ভারতকে কতদূর পৌঁছে দেন সেটাই এখন দেখার।
আরো পড়ুন: অবিশ্বাস্য! মাঝমাঠ থেকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট জাদেজার, স্মিথ চমকে গেলেন
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন