ফের একবার ভারতীয় ব্যাটসম্যানদের সামনে ত্রাস হিসাবে আবির্ভুত হলেন প্যাট কামিন্স। সকালের সেশনেই জোড়া ধাক্কা দেন তিনি। তার মধ্যে চেতেশ্বর পূজারাকে আরো একবার ডুয়েলে হারালেন এমসিজিতে।
৩৬/১ থেকে দিন শুরু করে গিল এবং পূজারা ভারতীয় ইনিংসকে দারুণভাবে টানছিলেন। অভিষেকেই হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন গিল। তবে গিলকে ফেরান কামিন্স। ঠিক তার পরের ওভারেই পূজারাকেও ফেরান টেস্টের বর্তমানে একনম্বর পেসার। পূজারা সেই সময় ৬৯ বলে ১৭ রানে ব্যাটিং করছিলেন। সেই সময়েই ভারতীয় ইনিংসের ২৪তম ওভারে কামিন্সের আউটসুইংগারে ঠকে যান। ব্যাটের কানায় লেগে বল পিছনে চলে যায়। এডিলেডের দ্বিতীয় ইনিংসে পূজারাকে যেভাবে আউট করেছিলেন এমসিজির আউট যেন ঠিক তার কার্বন কপি।
আরো পড়ুন: ক্যাপ্টেন রাহানেই আসল বাজিগর, পন্টিং-ম্যাকগ্রাথের প্রশংসায় চাপ কোহলির উপরেই
কোনাকুনি বল ব্যাটের কানা লেগে ফার্স্ট স্লিপে উড়ে যাচ্ছিল। পেইন ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় ফার্স্ট স্লিপের সেই ক্যাচ তালুবন্দি করেন গোটা স্টেডিয়ামকে অবাক করে দিয়ে। দিনের দ্বিতীয় ঝটকা হিসাবে এভাবেই পূজারা ফিরে যান ড্রেসিংরুমে। ভালো শুরু করেও এভাবে বড় অংকের রান গড়তে ব্যর্থ তারকা।
প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও অজি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন কামিন্স। দখল করেছেন জোড়া উইকেট। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তার উইকেট সংখ্যা আরো বাড়তে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত তৃতীয় সেশনের শুরুতে আপাতত ১৯৮/৫। ইতিমধ্যেই ৩ রানের লিড নিয়েছে ভারত। হাফসেঞ্চুরি পূর্ণ করে ক্রিজে ব্যাটিং করছেন অধিনায়ক রাহানে (৫৭)। কিছুক্ষণ আগেই স্টার্ক ফিরিয়ে দিয়েছেন ঋষভ পন্থকে (২৯)। ক্যাপ্টেনের সঙ্গে ক্রিজে রয়েছেন জাদেজা। অধিনায়ক রাহানের ব্যাট ধরে ভারত লিড কত বাড়িয়ে নিতে পারে, সেটাই আপাতত দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন