ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে যায়। মূলত বাকযুদ্ধ, ক্রিকেটের পরিভাষায় স্লেজিং বলেই যা পরিচিত। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিও একাধিকবার সেই স্লেজিংয়ে অংশ নিয়েছেন। চুপ করে মুখ বুজে সহ্য করে নেওয়ার মানুষ নন। ক্যাপ্টেন হট ভালভাবেই জানেন পাল্টা দিতে। এমনকি কোহলির এই চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে রীতিমতো ওয়াকিবহল অজি ক্রিকেটাররাও। এখনই কোহলিকে তাতাতে অনেকেই খোঁচা দিতে শুরু করে দিয়েছেন।
এই অস্ট্রেলিয়াতেই এমন একজন রয়েছেন যিনি কোহলিকে সম্পূর্ণ অন্য মানুষ বলেই চেনেন। তিনি মিচেল স্টার্ক। অজি স্পিডস্টার এও দাবি করছেন যে, তাঁর সতীর্থদের থেকে তিনি অনেক বেশি চেনেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কোহলির সঙ্গে ২০১৪-২০১৬ পর্যন্ত একই ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন পেসার। ক্রিকেটডটকমএইউ-কে অতীতের প্রসঙ্গ টেনে স্টার্ক বললেন, “মাঠে আমরা লড়াই করেছি। কিন্তু তারপর হাসিঠাট্টা আর মজাও করেছি। আমি ওকে অফ দ্য ফিল্ডও চিনি। সম্ভবত আমার অস্ট্রেলিয়ান সতীর্থদের থেকে একটু বেশিই জানি। যারা ওকে মাঠে দেখে তারা জানে যে, ও কী অসম্ভব ভালবাসে চ্যালেঞ্জ নিয়ে পারফর্ম করতে। সে ঘরের মাঠেই হোক বা বিদেশের । বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ও। বিরাট কিন্তু মাঠের বাইরে সম্পূর্ণ আলাদা একজন। খুবই ভাল মানুষ। সবার জন্য ওর কাছে সময় থাকে। দলের সঙ্গে মিশে থাকে। সে ও ফিফা খেলুক বা সতীর্থদের ঘরে গিয়ে সময় কাটাক।” স্টার্ক এও জানিয়েছেন যে, চলতি সিরিজের মাঝে বা পরে তিনি কোহলির সঙ্গে দেখা করে গল্প করতে চান।
আরও পড়ুন: টেক্সট মেসেজ করে স্টার্কের সঙ্গে সম্পর্ক শেষ করল কেকেআর
অন্য়দিকে কিছু দিন আগেই কেকেআর-এর পক্ষ থেকে স্টার্ককে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আগামী মরসুমে তাঁরা আর স্টার্ককে দলে রাখছেন না। পায়ের চোটের জন্যই স্টার্ক দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। সেদেশের প্রথমসারির বোলার স্টার্ক। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রিহ্য়াব চলছে তাঁর। দ্রুতই তাঁকে মাঠে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। আপাতত স্টার্ক নিজেকে অ্যাশেজ আর বিশ্বকাপের জন্য প্রস্তুত করছেন।