আইপিএলের পরেই টেস্ট সিরিজ। এতেই একের পর এক চোট দুই দলে। তবে ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল। প্রথম একাদশ বাছাই করাই দুষ্কর হয়ে পড়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। এমন অবস্থায় ব্রিসবেনের গাব্বায় সিরিজ দখলের যুদ্ধ নামছে দুই দল।
এডিলেডে হারের পরেই ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় মেলবোর্ন টেস্ট। তারপর সিডনিতে অজি অহংয়ে ধাক্কা দিয়ে শেষদিনে ঐতিহাসিক প্রতিরোধ মেলে ধরে টিম ইন্ডিয়া ড্র করে টেস্ট। তারপরেই এবার ব্রিসবেন।
আরো পড়ুন: বেনজির কাণ্ড! বুমরা-অশ্বিনের জন্য চলতি সিরিজের ‘প্রথা’ ভাঙল ভারত
চতুর্থ টেস্টে কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়াই ফেভারিট। পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে ভারত কার্যত দ্বিতীয় সারির দল নামাতে বাধ্য হবে গাব্বায়।চোট আঘাতের কারণে।
রবীন্দ্র জাদেজা আগেই।ছিটকে গিয়েছেন। সিডনিতে পেটের পেশিতে টান লেগেছে জসপ্রীত বুমরার। অশ্বিনের পিঠের অবস্থাও তথৈবচ! হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হনুমা বিহারীও। এমন অবস্থায় তিনজন আনকোরা পেসারকে দিয়ে আক্রমণ সাজানোর পরিকল্পনা ভারতের।
গাব্বা অস্ট্রেলীয়দের দূর্গ। ১৯৮৮ সালের পর আর হারেনি এই ভেন্যুতে। সিরিজ জিতলে হলে টিম ইন্ডিয়াকে অতিমানবীয় পারফরম্যান্স মেলে ধরতে হবে। এমনকি ড্র করলেও নৈতিক জয় ভারতের। বর্ডার গাভাস্কার ট্রফির দখল থাকবে সেক্ষেত্রে ভারতের কাছেই।
আরো পড়ুন: কোহলিকে হারিয়েও পাক চ্যানেলের BREAKING NEWS এ অপদস্থ ইমরান, খিল্লি হল চূড়ান্ত
অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট ম্যাচ কবে?
জানুয়ারির ১৪ তারিখ, শুক্রবার শুরু অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট।
অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট কোথায় হচ্ছে?
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট আয়োজিত হচ্ছে।
অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট কোন সময়ে দেখতে পাবেন?
ভারতীয় সময় সকাল ৫.৩০ টায় শুরু ম্যাচ। টস হবে ভোর ৫ টায়।
অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
সনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট সম্প্রচারিত হবে।
অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
সনি liv-এ ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে। তবে এটি সাবস্ক্রাইব করতে হবে তার আগে। ম্যাচের লাইভ অপডেটস দেখতে লগইন করুন www.indianexpress.com/sports এ
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন