India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও

India takes on Bangladesh in the 2027 AFC Asian Cup Qualifier: ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি ভারত। সুনীল ছেত্রীর সঙ্গে নজরে হামজা চৌধুরিও।

India takes on Bangladesh in the 2027 AFC Asian Cup Qualifier: ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি ভারত। সুনীল ছেত্রীর সঙ্গে নজরে হামজা চৌধুরিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Chhetri-Hamza Choudhury: সুনীল ছেত্রী ও হামজা চৌধুরি

Sunil Chhetri-Hamza Choudhury: সুনীল ছেত্রী ও হামজা চৌধুরি। (ছবি- টুইটার)

India vs Bangladesh: All Eyes on Hamza Choudhury, Not Just Sunil Chhetri in Asian Cup Qualifier: ভারত ও বাংলাদেশের মধ্যে ফুটবল ম্যাচকে সাধারণত শক্তির বিচারে ডেভিড আর গোলিয়াথের লড়াই হিসেবেই দেখা হয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে (ভারত ১২৬, বাংলাদেশ ১৮৫) পার্থক্য থাকলেও মাঠের খেলায় ব্যবধান এতটা বড় নয়। তবে এবারের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন দু'জন। তাঁরা হলেন— সুনীল ছেত্রী ও হামজা চৌধুরি।

Advertisment

২৭ বছর বয়সি হামজা, লেস্টার সিটি একাডেমির ফুটবলার। তিনি ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। বর্তমানে শেফিল্ড ওয়েন্সডেতে খেলছেন এই মিডফিল্ডার। তাঁর আসার ফলে বাংলাদেশের ফুটবলে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এমনকী বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়াও তাঁকে মেসির সঙ্গে পর্যন্ত তুলনা করেছেন!  

ভারতের কোচ মানোলো মার্কেজও হামজার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'হামজা ভালো খেলোয়াড়, প্রিমিয়ার লিগে খেলেছেন। এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র এশিয়ার ফুটবলের জন্য ইতিবাচক দিক।' ভারত ও বাংলাদেশ মঙ্গলবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুই দলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র করেছে। যার মধ্যে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ১-১ ড্র করেছিল। সেই ফলাফল ভারতের কাছে এক বড় ধাক্কা ছিল।

আরও পড়ুন- ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?

Advertisment

বাংলাদেশ এই ম্যাচের প্রস্তুতির জন্য হাতে একমাস সময় পেয়েছে। সেখানে ভারত মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়েছে। এই ম্যাচের আগে, ভারতের গোল করার সমস্যাই তাদের সবচেয়ে বড় বাধা। সুনীল ছেত্রীর ফেরা কিছুটা স্বস্তি দিলেও ভারতের আক্রমণভাগের দুর্বলতা এখনও রয়ে গেছে। যা কাটাতেই ছেত্রীকে ফেরাতে বাধ্য হয়েছেন ভারতীয় দলের কোচ এবং কর্তারা। 

এই ম্যাচের ফলাফল এশিয়ান কাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ম্যাচে হামজাকে ঠেকাতে বিশেষ কৌশল নেবে ভারত।

আর, সুনীল ছেত্রীকেও ম্যান মার্কিং এবং জোনাল মার্কিংয়ে রাখার চেষ্টা করবে বাংলাদেশ। দুই দেশই যে কোনওভাবে এই ম্যাচ জিততে চায়। 

Bangladesh Football Hamza Choudhury AFC Sunil Chhetri