India vs Bangladesh: আগুন ফর্মে ভারত, ভয়ে কাঁপছে বাংলাদেশ! টাইগার বধ করেই ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?

Asia Cup 2025: চলতি এশিয়া কাপ ক্রমশ শেষের পথে এগোতে শুরু করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অপরাজেয় রয়েছে। সুপার ফোর রাউন্ডের ভারত তাদের প্রথম ম্য়াচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।

Asia Cup 2025: চলতি এশিয়া কাপ ক্রমশ শেষের পথে এগোতে শুরু করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অপরাজেয় রয়েছে। সুপার ফোর রাউন্ডের ভারত তাদের প্রথম ম্য়াচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Bangladesh

বাংলাদেশ বধ করার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ভারত

India vs Bangladesh: চলতি এশিয়া কাপ (Asia Cup 2025) ক্রমশ শেষের পথে এগোতে শুরু করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অপরাজেয় রয়েছে। সুপার ফোর রাউন্ডের ভারত তাদের প্রথম ম্য়াচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। এবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী বুধবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। দুটো দলের কাছেই এই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই ফলাফলের উপরই অনেক কিছু নির্ভর করছে। আর তাই আশা করা হচ্ছে দুটো দলই যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। তবে ২৪ সেপ্টেম্বরও ক্রিকেট মাঠের আবহ যথেষ্ট উত্তপ্ত হতে পারে। 

Advertisment

India vs Bangladesh: বড়সড় হামলা আশঙ্কা, বাংলাদেশে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল

বাংলাদেশের বিরুদ্ধেও উত্তপ্ত হবে ম্য়াচের আবহ?

ভারত এবং বাংলাদেশের মধ্যে গত জুলাই মাসে হোয়াইট বলের সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, বাংলাদেশের খারাপ পরিস্থিতির কতা মাথায় রেখে এই সিরিজটা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরেই এই দুটো দেশের মধ্যে সম্পর্ক একেবারে ভাল নেই। এরপরও ক্রিকেট ময়দানে বাংলাদেশ যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে পারফরম্য়ান্স করেছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলও ২২ গজের লড়াই যোগ্য জবাব দিতে একেবারে প্রস্তুত। আর সেকারণে পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হতে পারে। এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড যারপরনাই ভাল। আর সেকারণেই লিটন দাসের দল এই রেকর্ড বদলানোর চেষ্টা অবশ্যই করবেন।

Advertisment

Sehwag on India vs Bangladesh: বাংলাদেশ কোনও দল নাকি! টাইগারদের কুমন্তব্যে ভাসিয়ে চরম অপমান শেওয়াগের

বিজয়ী দলের সামনে সহজ হবে ফাইনালের রাস্তা

টিম ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রাজত্ব করবে। আর সেইসঙ্গে ফাইনালের রাস্তাও অনেকটাই সহজ হয়ে যাবে। এই ম্যাচে যে দল হেরে যাবে, তাদের সামনে ফাইনালের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। সেকারণে দুই দলই চাইবে এই ম্য়াচে জয়লাভ করতে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে দল হেরে যাবে, চলতি এশিয়া কাপ থেকে তারাই ছিটকে য়াবে। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদব এবং লিটন দাস আগামী ২৪ সেপ্টেম্বর নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন। আশা করা যায়, দুটো দলই এই ম্য়াচে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেবে।

Asia Cup 2025 India vs Bangladesh