/indian-express-bangla/media/media_files/2025/05/02/ofc6c8Caz5HsTrxW6HkM.jpg)
রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত
India Bangladesh cricket series 2025: গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ নিরাপরাধ পর্যটক। গোটা বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এমনকী পাকিস্তানের (India vs Pakistan match) বিরুদ্ধেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। এই সন্ত্রাসবাদী হামলার প্রভাব এবার উপমহাদেশীয় ক্রিকেটের উপরেও পড়তে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ৩ ওয়ানডে এবং ৩ টি-২০ সিরিজ খেলার কথা ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতি বিচার করে এই সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট দল।
কেন অনিশ্চয়তার মুখে পড়ল ভারতের বাংলাদেশ সফর?
আসলে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ক্যালেন্ডারে বাংলাদেশ সফরও ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই সফর বাতিল করা হতে পারে। জানা গিয়েছে, বাংলাদেশের এক সেনা আধিকারিক ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উপর হামলা করার হুঙ্কার দিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে চিনের সেনারা নাকি তাদের সাহায্য় করবে। ভারত সরকারের পক্ষ থেকে এই বিবৃতি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সেকারণেই মনে করা হচ্ছে যে বাংলাদেশ সফর বাতিল করতে পারে টিম ইন্ডিয়া।
বাতিল হতে পারে ২০২৫ এশিয়া কাপের আসরও
বাংলাদেশ সফরের পর আগামী সেপ্টেম্বর মাসে ভারতীয় উপমহাদেশে আবার ২০২৫ এশিয়া কাপের আয়োজন করা হচ্ছে। কিন্তু, ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, সেখানে এই টুর্নামেন্টও কতদুর আয়োজন করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া কাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি। যদি খেলা আয়োজন করাও হয়, তাহলে কোথায় এই টুর্নামেন্টের আসর বসবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে।
১৭ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ভারত-বাংলাদেশ সিরিজ
বাংলাদেশ ( India vs Bangladesh) সফরের জন্য গত ১৫ এপ্রিল সূচি জারি করে দিয়েছিল বিসিসিআই। ১৭ অগাস্ট থেকে সিরিজ শুরু হওয়ার কথা। এই সিরিজে দুই দেশের মধ্যে তিনটে করে ওয়ানডে এবং টি-২০ ম্য়াচ খেলা হবে। ২৬ অগাস্ট থেকে শুরু হবে টি-২০ সিরিজ।