Advertisment

দিল্লি টি২০, সবুজ সঙ্কেত সৌরভের

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট খেলা আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েছিল বোর্ড। ফিরোজ শাহ কোটলা-য় শ্রীলঙ্কার ক্রিকেটাররা শ্বাসকষ্ট হওয়াতে ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sourav ganguly

দিল্লিতেই হবে টি২০, বলছেন সৌরভ (পনীরসেলভম টুইটার)

দিল্লির দূষণ নিয়ে পরিবেশবিদদের চিঠি পাঠানো হয়েছিল। ক্রিকেট মহলের উদ্বেগও বাড়ছিল। দিওয়ালি পরবর্তী সময়ে টি২০ ম্যাচে আয়োজন করা যাবে তো! তবে সকলকে আশ্বস্ত করে দিল্লি টি২০-র জন্য সবুজ সঙ্কেত দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য মনোনীত বোর্ড সভাপতি সৌরভ জানিয়ে দিলেন, ৩ তারিখে নির্ধারিত সূচি মেনেই আয়োজন করা হবে প্রথম টি২০ ম্যাচ।

Advertisment

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া বিবৃতিতে সৌরভ জানিয়ে দিয়েছেন, সঠিক সময়েই আয়োজিত হবে ম্যাচ। এর আগে মাত্রাছাড়া বায়ুদূষণের মুখে কেজরিওয়াল সোমবার সাংবাদিকদের জানিয়েছিলেন, “আশা করছি দূষণ ক্রিকেটে সমস্যা তৈরি করবে না। নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই ফের একবার জোড়-বিজোড় নীতি চালু করা হচ্ছে।”

দিল্লি সেক্রেটারিয়েট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেজরিওয়াল। সেখানেই তিনি আরও বলেন, “এই মরশুমে আগেও এই সমস্যার উদ্ভব ঘটেছিল। সেই সময়েও কিন্তু ম্যাচ আয়োজন করা হয়েছিল। দিল্লিতে নির্ধারিত সূচি মেনেই খেলা উচিত।”

আরও পড়ুন ৭২টি গোলাপি বল চাইল বোর্ড, ইডেনে কপ্টার থেকে নামতে পারে ট্রফি, সম্ভবত সোনার কয়েনে টস

গম্ভীরও ম্যাচ আয়োজন করা নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন। বলে দিয়েছিলেন, "দিল্লির বাসিন্দাদের আরও বেশি দূষণ নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।"

দিওয়ালি পরবর্তী পর্বে সফর (সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ)-এর রিপোর্টে দিল্লির মারাত্মক দূষণের কথা উল্লেখ করা হয়েছে। দিল্লির বিশেষ কিছু অংশ দূষণের মাত্রা যে লাগামছাড়া, তা-ও জানানো হয়েছে। এই এলাকার মধ্যে রয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যাম্পাস), পুসা, রোহিনী-পাঞ্জাব বাগ, ওয়াজিরপুর, জাহাঙ্গিরিপুরি, ডিটিইউ এবং বাওনা।

আরও পড়ুন দিল্লি দূষণে ক্রিকেট, ভরসা কেজরিওয়ালের

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট খেলা আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েছিল বোর্ড। ফিরোজ শাহ কোটলা (বর্তমানে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামাঙ্কিত) ভেন্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা শ্বাসকষ্ট হওয়াতে ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির পক্ষে সৌরভ

গত সপ্তাহে সংবাদসংস্থা পিটিআইয়ে দেওয়া বিবৃতিতে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, “দিল্লিতে দিওয়ালি পরবর্তী বায়ু দূষণের কথা আগেই ভাবা হয়েছিল। তবে ম্যাচ যেহেতু দিওয়ালি আরও এক সপ্তাহ পরে, ক্রিকেটাররা কোনও সমস্যায় পড়বে না।” যদিও তিনি মেনে নিয়েছিলেন, এই শঙ্কার বাস্তব ভিত্তি রয়েছে। বোর্ডের রোটেশন নীতি মেনে সফরকারী দলের কথা মাথায় রেখে প্রথম ম্যাচ দিল্লিতেই রাখা হয়েছিল। এখন বোর্ড কর্তাদের আশা দিন-রাতের ম্যাচে এই বায়ুদূষণ ফ্যাক্টর অতটা প্রভাব ফেলবে না।

সেই বক্তব্যেই বৃহস্পতিবার শিলমোহর দিলেন সৌরভ।

Read the full article in ENGLISH

Sourav Ganguly BCCI
Advertisment