Advertisment

India vs Bangladesh: যে পরিসংখ্য়ান আপনার জানা প্রয়োজন

বৃহস্পতিবার থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এরপর ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এরপর ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Advertisment

যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কোন ব্য়াটসম্য়ান সবচেয়ে বেশি রান করেছেন? কার নাম বলবেন বিরাট কোহলি না রোহিত শর্মা? বিরাট-রোহিতের মধ্য়ে যে কোনও একজনের নাম বেছে নিলেই আপনার উত্তরটি ভুল হবে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহককারী ব্য়াটসম্য়ানদের তালিকাতেই তাঁরা নেই।

আরও পড়ুন-রেকর্ডের সামনে কোহলি-মুশফিকুর, মাইলস্টোনের গন্ধ মাখা ভারত-বাংলাদেশ সিরিজ

আজও পদ্মাপারের দেশের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে সবচেয়ে বেশি রান সেই মানুষটার, যিনি আজ থেকে ৬ বছর আগে ক্রিকেটকে আলবিদা বলেছিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং শচীন তেন্ডুলকর।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রান করা ভারতীয় ব্য়াটসম্য়ান যাঁরা

শচীন তেন্ডুলকর: ৭টি টেস্টে ৮২০ রান।

রাহুল দ্রাবিড়: ৭টি টেস্টে ৫৬০ রান।

গৌতম গম্ভীর: ৪টি টেস্টে ৩৮১ রান।

সৌরভ গঙ্গোপাধ্য়ায়: ৫টি টেস্টে ৩৭১ রান।

মুরলী বিজয়: ৩টি টেস্টে ২৯৫ রান।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক উইকেট পাওয়া ভারতীয় বোলার যাঁরা

জাহির খান: ৭টি টেস্টে ৩১টি উইকেট।

ইরফান পাঠান:  ২টি টেস্টে ১৮টি উইকেট।

অনিল কুম্বলে: ৪টি টেস্টে ১৫টি উইকেট।

ইশান্ত শর্মা: ৫টি টেস্টে ১৩টি উইকেট।

আর অশ্বিন: ২টি টেস্টে ১১টি উইকেট।

এই টেস্টে ভারতের অনন্য় হোম রেকর্ড এখন বিশ্ব রেকর্ডের আওতায়। ঘরের মাঠে বিরাট বাহিনী ১১ বার টানা সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়া দু’বার টানা ১০টি টেস্ট সিরিজ জিতেছিল। ২০০০ ও ২০০৮-এ থামে তাদের বিজয়রথ বাংলাদেশের বিরুদ্ধে জিতলে ভারত লিখবে জয়ের এক ডজন গল্প।

Sachin Tendulkar
Advertisment