Advertisment

ইংরেজদের হয়ে ভারতের বিপক্ষে খেলছেন আবেশ খান, সুন্দর! বিলেতের মাঠে বেনজির ঘটনা

কাউন্টি একাদশের বিপক্ষে ভারত বিশ্রাম দিয়েছে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অদ্ভুত কান্ড ঘটল এবার ভারতের প্রস্তুতি ম্যাচে। কাউন্টি একাদশের বিপক্ষে মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে ভারত। আর ভারতের বিপক্ষে আবার কাউন্টি একাদশের হয়ে খেলতে দেখা গেল ওয়াশিংটন সুন্দর, আবেশ খানকে।

Advertisment

ডারহামের এমিরেটস রিভারসাইড স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে কোহলি, রাহানে, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, অশ্বিন বিশ্রাম নিয়েছেন। কোহলিদের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

আরো পড়ুন: কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিতরা! কারণ জানাল বোর্ড নিজেই

ডারহাম ক্রিকেটের ইউটিউব চ্যানেলে ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই ম্যাচ দেখতে গিয়েই অবাক ক্রিকেট প্রেমীরা। দেখা যাচ্ছে, আবেশ খান বোলিং করছেন রোহিত শর্মার বিপক্ষে। বোলিংয়ে তাঁর পার্টনার ওয়ারউইকশায়ারের ক্রেগ মাইলস।

ঘটনা খোলসা করেন কমেন্টেটররাই। তাঁরা জানিয়ে দেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর ভারতের বিপক্ষে খেলছেন কাউন্টি একাদশের হয়ে। কাউন্টি দলের হয়ে খেললেও ভারতীয় ড্রেসিংরুমই শেয়ার করবেন দুই তারকা।

ভারতের বিপক্ষে বল করতে নেমে মধ্যপ্রদেশ পেসারকে দেখে মনেই হয়নি ছন্দে রয়েছেন। লাইন লেংথের কার্যত কোনো ঠিকানাই ছিল না। মায়াঙ্ক আগারওয়াল আবেশের প্রথম তিন ওভারে চারটে বাউন্ডারি হাঁকান।

আরো পড়ুন: ইংল্যান্ডে আজই নামছেন কোহলিরা! কখন, কোন চ্যানেলে ম্যাচ, জেনে নিন বিস্তারিত

কেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর কাউন্টি দলের হয়ে খেলছেন, তাও খোলসা করেছেন কমেন্টেটররা। জানা গিয়েছে, কাউন্টি দলের ১৪ জনের স্কোয়াডের এক ক্রিকেটার কোভিড আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। অন্য একজন চোট পেয়ে বসেছেন। তাই দুজন ভারতীয়কে 'ধার' নেওয়া হয় কাউন্টি দলে।

টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করতে নেমেছে। রোহিতের দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ৪৯ তোলার ফাঁকেই ভারত দুই ওপেনারকে হারিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket News Indian Cricket Team Sports News
Advertisment