Harshit Rana hit with 26-run but gets duo within 4 balls: একদিনের ফরম্যাটে অভিষেকের ম্যাচে এক ওভারে ২৬ রান দিলেও, একই ওভারে দুটি উইকেট নিয়ে সেই ব্যর্থতা পুষিয়ে দিলেন ভারতীয় দলের পেসার হর্ষিত রানা। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হর্ষিত রানার ওডিআই অভিষেক হয়। তরুণ পেসার আগে টেস্ট এবং টি২০ আন্তর্জাতিকে খেলেছেন। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে অর্শদীপ সিংয়ের জায়গায় তিনি একাদশে জায়গা পেয়েছেন। অনেকেই টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালো চোখে দেখেননি। তার যে যথেষ্ট কারণ আছে, তা স্পষ্ট হয়ে যায় অভিষেক ম্যাচে ২৪ বছর বয়সি পেসার এক ওভারে ২৬ রান দেওয়ায়। যার জেরে অনেকেই বলে বসেন যে, হর্ষিত এখনও ৫০ ওভারের ফরম্যাটের জন্য তৈরিই হতে পারেনি।
তাঁর তৃতীয় ওভারেই, রানা ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টের আক্রমণের মুখে পড়েন। রানাকে বেধড়ক পেটান সল্ট। এক ওভারে ৩টি ছক্কা এবং ২টি চার হাঁকান। যা দেখে রানা নিজেও হতভম্ব হয়ে যান। সল্টের এই মারধরের পর, রানাকে আক্রমণ থেকে সরান রোহিত। তবে, পরে তাঁকে ফিরিয়ে আনেন। কয়েক ওভার পরেই, সল্ট এবং তাঁর ক্রিজ পার্টনার বেন ডাকেটের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে ব্যক্তিগত ৪৩ রানে আউট হয়ে যান ইংল্যান্ডের ওপেনার। এরপরই রানা নিজেকে মেলে ধরেন। এসময় রানাকে ফেরানো রোহিতের মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হয়।
ভারতীয় পেসার বেন ডাকেটকে নিখুঁত শর্ট-পিচ ডেলিভারি দেন। ডাকেট, ওই ডেলিভারি পুল শট চেষ্টা করার সময়, বলটা বাতাসে উঠে যায়। যশস্বী জয়সওয়াল মিড-উইকেট থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন। মাত্র দুই বল পরে, রানা ফের উইকেট নেন। হ্যারি ব্রুককে ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতিতে বল করেন। বলটায় অতিরিক্ত বাউন্স ছিল। ক্যাচ হয়ে যায়। উইকেটরক্ষক কেএল রাহুল সেই ক্যাচ ধরেন।
মাত্র তিন ওভারে ৩৭ রান দিয়ে রানা এদিন একটি মেডেন নিয়েছেন। পরপর দুটি উইকেট নিয়েছেন। যাতে ম্যাচের রং অনেকটাই বদলে যায়। এরপর বেশ কয়েক ওভার পরে ফের তিনি আক্রমণে আসেন। তাঁর গতি এবং বাউন্স লিয়াম লিভিংস্টোনকে সমস্যায় ফেলে। ইংলিশ ব্যাটার ইনিংসের ৩৬তম ওভারে কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। যাতে ইংল্যান্ডের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়।
আরও পড়ুন- কোহলিকে বাইরে রেখেই প্ৰথম ওয়ানডেতে ভারত! আসল কারণ চমকে দেবে সকলকে
শেষ পর্যন্ত রানা ৭ ওভারে ৫৩ রানে ৩ উইকেট নেন। যার দৌলতে ভারত ২৪৮ রানে ইংল্যান্ডকে অলআউট করে। এদিন নাগপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ভারতের হয়ে রানার পাশাপাশি যশস্বী জয়সওয়ালেরও এদিন ওয়ানডে অভিষেক হয়। হাঁটুর চোটের জন্য বিরাট কোহলি এই ম্যাচে বাদ পড়েছেন।