Virat Kohli misses out: ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে বাদ পড়লেন বিরাট কোহলি। বদলে নাগপুরে একদিনের ম্যাচে অভিষেক হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। নাগপুরে ম্যাচের আগে টসের সময়ই অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, কোহলি থাকছেন না। ওয়ানডেতে যশস্বীর অভিষেক হচ্ছে।
বুধবার কোহলি হাঁটুতে চোট পেয়েছেন। তার জন্যই বাদ পড়েছেন। টসের সময় রোহিত শর্মাই একথা জানান। বৃহস্পতিবার নাগপুরে যশস্বীর পাশাপাশি ৫০ ওভারের আন্তর্জাতিকে দিল্লির পেসার হর্ষিত রানারও অভিষেক হল। জয়সওয়াল ও রানা, দু'জনেরই ইতিমধ্যে টেস্ট এবং টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছে।
রোহিত বলেন, '২০২৩ বিশ্বকাপের পর থেকে আমরা একদিনের ফরম্যাটে খুব কমই খেলেছি। এই সিরিজ তাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়সওয়াল ও হর্ষিত রানার অভিষেক হচ্ছে। দুর্ভাগ্যবশত বিরাট আজ খেলছে না। ও গত রাতে হাঁটুতে চোট পেয়েছে।'
বৃহস্পতিবারের ম্যাচে জস বাটলার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক ক্রিকেটে অল্প সময়ের বিরতির পর ফিরে আসা রোহিত শর্মা বলেন যে তিনি জিতলে প্রথমে বোলিং করতেন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে সিরিজ খেলছে ভারত। সেই সিরিজেরই প্রথম ম্যাচ হচ্ছে, এদিন অর্থাৎ বৃহস্পতিবার।
জয়সওয়াল ইতিমধ্যেই ভারতের হয়ে ১৯টি টেস্ট এবং ২৩টি টি২০ খেলেছেন। মুম্বইকর ২০২৩ সালের জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট এবং টি২০ আন্তর্জাতিকে অভিষেক করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৩২ ইনিংসে ৫টি সেঞ্চুরি আছে, এক ইনিংসে সর্বোচ্চ রান ২০৩। আর, ভারতের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে রানার টেস্ট অভিষেক হয়েছে। সাম্প্রতিকতম ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজে শিবম দুবের জায়গায় কনকাশন সাব হয়ে নেমে রানা টি২০-তে অভিষেক করেছেন। যদিও তাঁর সেই কনকাশন সাব হয়ে নামা বিতর্ক তৈরি করেছে।
আরও পড়ুন- বাদ পড়ছেন পন্থ, ইংল্যান্ডের বিরুদ্ধে ১ম ওয়ানডেতেই ভারতের একাদশে চমকের পর চমক
নাগপুর ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।