scorecardresearch

হার্দিকের ব্যাটে-বলে উড়ে গেল ইংল্যান্ড! রোজ বোলে দাদাগিরি ভারতের

ব্যাটে-বলে দুরন্ত হার্দিক পান্ডিয়া কার্যত একাই হারিয়ে দিলেন ইংল্যান্ডকে। প্ৰথমে হাফসেঞ্চুরি করার পরে বল হাতে তুললেন ৪ উইকেট।

হার্দিকের ব্যাটে-বলে উড়ে গেল ইংল্যান্ড! রোজ বোলে দাদাগিরি ভারতের

পঞ্চম টেস্টে হারের পরে টি২০ সিরিজ ভালভাবেই শুরু করল টিম ইন্ডিয়া। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। ব্যাটে-বলে একাই কামাল করলেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ৫১ রানের যেমন দুরন্ত ইনিংস খেললেন। তেমনই চারটে উইকেট নিলেন বল হাতে।

গত সপ্তাহে কোভিডের কারণে রোহিত শর্মা পঞ্চম টেস্টে নামতে পারেননি। তিনি বৃহস্পতিবার টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ভারত দারুণ সূচনা করে রোহিত-ঈশান কিষানের ব্যাটে ভর করে। রোহিত ১৪ বলে ২৪ রানের ঝড় তোলার পরে মঈন আলির বলে আউট হয়ে যান। ক্রিজে মোটেই স্বচ্ছন্দ ছিলেন না ঈশান কিষান। ১০ বলে কোনওরকমে ৮ করে মঈন আলির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তারকা।

আরও পড়ুন: টিম ইন্ডিয়া থেকে খুব শীঘ্রই বাদ কোহলি! বিরাট ঘোষণার পথে সৌরভের BCCI

এরপরে সূর্যকুমার যাদব এবনভ দীপক হুডা আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিয়ে যান। দুজনে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে যান। ক্রিস জর্ডনের বলে টাইমাল মিলসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন দীপক হুডা। ৮৯ রানে ভারত তৃতীয় উইকেট হারায়। এরপরে জর্ডন সূর্যকুমার যাদবকেও ফেরান।

এরপরে সাউদাম্পটন দেখে হার্দিক পান্ডিয়া শো। অক্ষর প্যাটেলের সঙ্গে দলের স্কোর ১৭১ রানে পৌঁছে দিয়েছিলেন। অক্ষর ১৭ রানে আউট হলেও হার্দিক পান্ডিয়া নিজের অর্ধশতরান পূর্ণ করে যান। হাফসেঞ্চুরি করার পরে বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি হার্দিক। ৫৩ রানে রিস টপলির শিকার হয়ে ফেরেন তিনি। শেষ ওভারে মিলসের বলে পরপর বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে ১৯৮ রানে পৌঁছে দেন দীনেশ কার্তিক। তিনি যদিও মিলসের বলেই ১১ রানে আউট হয়ে যান। ২০ ওভারে ভারত তুলেছিল ১৯৮ রান।

আরও পড়ুন: বারবার কেন বিশ্রামে! পাঠান বোমায় ছারখার কোহলি-রোহিত, তীব্র বিতর্কে উত্তাল দেশ

১৯৯ রানের টার্গেট চেজ করতে নেমে ইংল্যান্ড মোটেই ভালো শুরু করতে পারেনি। প্ৰথম ওভারেই ভুবনেশ্বর কুমারের দুরন্ত ডেলিভারিতে গোল্ডেন ডাক করে ফিরতে হয় জস বাটলারকে। আর নিজের প্ৰথম ওভারেই হার্দিক পান্ডিয়া পরপর ফেরত পাঠান ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা দাবিদ মালান এবং লিয়াম লিভিংস্টোনকে।

নিজের দুরন্ত ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে হার্দিক নিজের দ্বিতীয় ওভারেও ইংল্যান্ড শিবিরে হানা দেন। জেসন রয়কে মাত্র ৪ রানে আউট করেন। হার্দিকের চতুর্থ শিকার স্যাম কুরান। শেষমেষ ইংল্যান্ড ১৯.৩ ওভারেই খতম হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ভারত জয় ছিনিয়ে নেয় ৫০ রানে। জুজবেন্দ্র চাহাল এবং অভিষেককারী হর্ষল প্যাটেল দুটো করে উইকেট নেন। হর্ষল প্যাটেলের শিকার একজন।

শনিবার বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় টি২০ হবে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs england 1st t20 hardik pandya single handedly destroys english