Advertisment

IND vs ENG 1st T20I Pitch Report, Weather Update: IPL-এর আগে ফ্লাডলাইটে টি২০-র রোমাঞ্চের প্রতীক্ষায় KKR হোমগ্রাউন্ড

India(IND) vs England(ENG) 1st T20I Eden Gardens Pitch Report, Kolkata Weather: ইডেন গার্ডেন স্টেডিয়ামে ২২ জানুয়ারির আগে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ হয়েছিল তিন বছর আগে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, মহম্মদ শামি

Mohammed Shami: মহম্মদ শামি। (ফাইল ফুটেজ)

India vs England, 1st T20I Eden Gardens Pitch Report, Kolkata  Weather Forecast Update: ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের প্রথম ম্যাচের আগে উত্তেজনায় টগবগ করে ফুটছে কলকাতা। ইডেনে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ। এই ম্যাচে ১৪ মাস পরে জাতীয় দলে ফিরবেন পেসার মহম্মদ শামি। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি কেমন খেলেন, এখন সেদিকে তাকিয়ে টিম ইন্ডিয়া। তাকিয়ে কলকাতাবাসী। এই ম্যাচে ধ্রুব জুরেলেরও খেলার সম্ভাবনা আছে। ভারত খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে। ইংল্যান্ডের নেতা জস বাটলার। এই ম্যাচে গোড়া থেকেই জেতার জন্য ঝাঁপাবে উভয় দলই।  

Advertisment

কলকাতার আইকনিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে ২২ জানুয়ারির আগে শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ হয়েছিল তিন বছর আগে। স্টেডিয়ামের আলোয় আইপিএলের আগে কেকেআরের হোমগ্রাউন্ডে টি২০। স্বভাবতই দর্শকরা বুধবারের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। 

পিচ রিপোর্ট
ইডেনের পিচ বরাবর ব্যাটিং বান্ধব। দ্রুত আউটফিল্ড ব্যাটারদের পক্ষে। ফলে ভালো রান উঠবে এই পিচে। বোলারদের মধ্যে স্পিনাররা শেষ পর্যায়ে পিচ থেকে কিছু সাহায্য পেতে পারেন। 

আবহাওয়া রিপোর্ট
শিশির সম্ভবত এই পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের সময় তা বোলিংকে প্রভাবিত করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস এখনও পর্যন্ত আশাব্যঞ্জক। ম্যাচ পুরোদমে হবে, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভক্তরা মনোরম ক্রিকেট পরিবেশে নিরবচ্ছিন্ন ম্যাচ দেখার অপেক্ষায় তাই প্রহর গুণছেন।

Advertisment

ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচের টিকিট
যাঁরা লাইভ অ্যাকশন দেখতে চান, তাঁরা জোমাটোর ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে অথবা অফিসিয়াল ওয়েবসাইট district.in-এ গিয়ে টিকিট বুক করতে পারবেন। এর মাধ্যমে দর্শকরা আসন নির্বাচন করতে, নিরাপদে অর্থ প্রদান করতে এবং ডিজিটাল টিকিট অ্যাক্সেস করতে পারবেন। এই পদ্ধতি ঝামেলা-মুক্ত টিকিট প্রক্রিয়া নিশ্চিত করবে।

ভারত-ইংল্যান্ড টি২০ স্কোয়াড
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড ১ম টি২০ ম্যাচ, কেমন থাকবে ওয়েদার, একাদশেই বা থাকবেন কারা?

ভারত বর্তমানে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টিম ইন্ডিয়া এই সিরিজেও ধারা বজায় রেখে অপরাজিত থাকার চেষ্টা করবে। শামির মতো অভিজ্ঞ খেলোয়াড় এবং জুরেলের অভিষেক, বিদ্যুতায়িত ইডেন গার্ডেনে সেই চেষ্টাকে কতটা রোমাঞ্চিত করে, সেটাই এখন দেখার।

England T20 Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment