চিদাম্বরম স্টেডিয়ামে বেনজির কীর্তি গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। টসে জিতে ইংল্যান্ড ক্যাপ্টেন রুটের দুরন্ত দ্বিশতরানে ভর করে স্কোরবোর্ডে বিশাল ৫৭৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৩৭ রানে অলআউট হয়ে যায়। ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভারত ভদ্রস্থ রান খাড়া করতে সমর্থ হয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম বলেই উইকেট হারায়। অশ্বিন প্রথম বলে উইকেট দখল করেই নয়া কীর্তি স্থাপন করলেন। ১০০র বেশি বছরের মধ্যে প্রথম স্পিনার হিসাবে ইনিংসের শুরুর বলেই উইকেট দখল করার নজির অশ্বিনের নামের পাশে।
আরো পড়ুন: কোহলিকে সম্মান জানানোয় আইসিসিকে একহাত ব্রডের, প্রবল বিদ্রূপে বিতর্ক তুঙ্গে
এর আগে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার। ১৯০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই ববি পিলকে আউট করেছিলেন।
প্রথম ইনিংসে অশ্বিন ১৪৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেছিলেন। তাঁর শিকার ছিলেন বার্নস, অলি পোপ এবং জেমস আন্ডারসন। সেই ইনিংসে প্রথম কোনো ভারতীয় বোলার হিসাবে সবথেকে বেশি ওভার (৫৫.১ ওভার) বল করেন।
প্রথম ইনিংসে নো বল করেন তিনি, কেরিয়ারের প্রথমবার। কেরিয়ারে ২০,৬০০ বল করার পর ওভারস্টেপ করলেন তিনি।
অশ্বিনের সতীর্থ স্পিনার ওয়াশিংটন সুন্দরও নয়া নজির গড়লেন। অবশ্য ব্যাট হাতে। দেশে এবং বিদেশের মাটিতে অভিষেক ইনিংসেই ৫০+ রান করলেন তিনি। এর আগে এই তালিকায় ভারতের হয়ে নাম রয়েছে রুশি মোদি, সুরিন্দর অমরনাথ, অরুণ লাল, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল।
যাইহোক, ভারত স্কোরবোর্ডে ৩৩৭ তুলে অলআউট হওয়ার পরে ইংল্যান্ড চা বিরতি পর্যন্ত তুলেছে ১২৪/৫। অশ্বিন বার্নস ছাড়াও আউট করেছেন ডম সিবলে এবং বেন স্টোকসকে। ড্যান লরেন্স এবং জো রুটকে আউট করেছেন ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরা। সর্বশেষ আপডেট অনুযায়ী ইংল্যান্ডের লিড ৩৬৫ রানের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন