Advertisment

দেশকে বাঁচিয়ে সেরার সেরা রেকর্ড জাদেজার! তারকার কীর্তিতে বড় লিড ভারতের

India vs England 2021: হাফসেঞ্চুরি করে ভারতকে বিপদ থেকে উদ্ধার করলেন জাদেজা। সেইসঙ্গে গড়লেন নয়া রেকর্ডও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান! দুনিয়ার বাঘা বাঘা অলরাউন্ডারদের পাশেই এবার নিজের নাম লিখিয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। টেস্টে একই সঙ্গে ২০০ উইকেট এবং ২০০০ কীর্তি গড়া ক্রিকেটারদের তালিকায় উঠে গেলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার।

Advertisment

অশ্বিনকে সরিয়ে জাদেজাকে প্ৰথম একাদশে জায়গা দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না। তা ব্যাট হাতে প্রমাণ করলেন জাদেজা। কঠিন সময়ে নেমে জাদেজার ৫৬ দলকে লিড এনে দেওয়া নিশ্চিত করে শুক্রবারে। ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ভারত তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই অলআউট হয়ে গেল ২৭৮-এ। ৯৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামবে ভারত।

আরও পড়ুন: আইপিএলে বিঘ্ন ঘটাতে বড়সড় চাল পাকিস্তানের! কড়া নজর রাখছেন সৌরভরাও

ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার পরে ভারত ১৪৫/৫ হয়ে যায়। সেখান থেকেই কেএল রাহুলের (৮৪) সঙ্গে ৬০ রানের পার্টনারশিপে দলকে লিড এনে দেন তিনি।

মাইলফলক ২০০০ টেস্ট রানে পৌঁছনোর জন্য জাদেজার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। স্যাম কুরানের বলে দুরন্ত অফ ড্রাইভ হাঁকিয়ে মাইলস্টোনে পৌঁছে যান তারকা।

আরও পড়ুন: ০ রানে আউট কোহলি! ক্যাপ্টেনের লজ্জার রেকর্ডে হামাগুড়ি টিম ইন্ডিয়ার, দেখুন ভিডিও

মাত্র ৫৩ টেস্ট খেলেই জাদেজা ২০০ উইকেট এবং ২০০০ রানের সীমান্ত পেরিয়ে যান। পঞ্চম দ্রুততম হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। জাদেজার আগে দ্রুততমদের তালিকায় রয়েছেন ইয়ান বোথাম (৪২ টেস্ট), কপিল দেব (৫০ টেস্ট), ইমরান খান (৫০ টেস্ট) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫১ টেস্ট)।

পঞ্চম ভারতীয় হিসাবে এই নজির গড়লেন তিনি। জাদেজার আগে এই রেকর্ড ছোঁয়া বাকি ভারতীয়রা হলেন কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং এবং অনিল কুম্বলে।

গতকাল ১২৫/৪ থাকার পর পন্থ আউট হয়ে যান সাততাড়াতাড়ি। তারপরেই কেএল রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে যান জাদেজা। শেষদিকে ভারতকে টানেন জসপ্রীত বুমরা (২৮) এবং মহম্মদ শামি (১৩)।

ইংল্যান্ডের হয়ে সেরা বোলিং করে গেলেন অলি রবিনসন। একাই পাঁচ উইকেট দখল করলেন। জেমস আন্ডারসন নিলেন তিন উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket News England Ravindra Jadeja Sports News Indian Cricket Team
Advertisment