উপমহাদেশের উইকেটে পন্থের উইকেট কিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন ছিলই। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও পন্থকে নিয়ে সেই আলোচনা থামেনি। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেই বিতর্ক আবার হাজির।
জ্যাক লিচের সহজ স্ট্যাম্পিং মিস করেন পন্থ। তারপর অশ্বিনও তাঁকে দেখিয়ে দিলেন, কীভাবে স্ট্যাম্প করতে হয়। যা নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে আলোচনা তুঙ্গে।
আরো পড়ুন: সেঞ্চুরি মিস পন্থের, হারের ভ্রুকুটি টিম ইন্ডিয়ার সামনে
গতকাল ৮ উইকেট হারিয়েছিল। এদিন বাকি দুই উইকেটের সন্ধানে নামে টিম ইন্ডিয়া। অশ্বিন নিজের অফস্পিনে জ্যাক লিচকে বিভ্রান্তও করেন। তবে আসল কাজটিই করতে পারেননি পন্থ। লাইন ছেড়ে অনেক দূরে বেরিয়ে গেলেও স্ট্যাম্প করতে পারেননি তারকা উইকেটকিপার। বল সংগ্ৰহ করলেও স্ট্যাম্পে বেল ফেলার আগেই গ্লাভস থেকে বল ছিটকে বেরিয়ে যায়। হতাশ হতে হয় দক্ষিণী অফস্পিনারকে।
এরপরে ইংল্যান্ড অলআউট হয়ে যাওয়ার পর প্যাভিলিয়নে ফেরার সময়ে অশ্বিনকে দেখা যায় বিষয়টি নিয়ে আলোচনা করতে তরুণ উইকেটকিপারের সঙ্গে।
রবিবার গতকালের রানের সঙ্গে মাত্র ২৩ রান যোগ করেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সাতসকালেই ব্রেকথ্রু দেন জসপ্রীত বুমরা। ডম বেসকে লেগ বিফোর করে। তারপরে জেমস আন্ডারসনকে বোল্ড করে দেন অশ্বিন।
পন্থ নিজের উইকেটকিপিংয়ের ত্রুটি অবশ্য ঢেকে দেন ব্যাট হাতে। কঠিন সময়ে ব্যাট করতে নেমে মারমুখী মেজাজে ৮৮ বলে ৯১ করে যান।
দলীয় স্কোর যখন ৭৩/৪। সেই সময় ব্যাট করতে নেমেছিলেন জাতীয় দলের তরুণ তুর্কি। তারপর আগ্রাসী ব্যাটিংয়ে ইংরেজ বোলারদের ওপর পাল্টা চড়াও হলেন। আর এই নির্ভীক ব্যাটিংয়ের জন্যই উইকেট ছুড়ে দিয়ে আসলেন আরো একবার। ডম বেসকে এগিয়ে এসে মিড অনের ওপর হাঁকাতে চেয়েছিলেন। স্পিনের বিরুদ্ধে হাঁকাতে গিয়ে টাইমিংয়ের হেরফেরে মিড অফের উপর দিয়ে ক্যাচ উঠে যায়। নিজের ইনিংসে পন্থ ৯টা বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন