প্রথম টেস্টে কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন কোহলি। বিতর্ক শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসাবে দলের সঙ্গে যাওয়া ওয়াশিংটন সুন্দর কুলদীপের আগে সুযোগ পেয়েছিলেন। এডিলেড টেস্টেও জায়গা পাওয়ার বিষয়ে ফেভারিট ছিলেন উত্তরপ্রদেশের স্পিনার। চেন্নাই টেস্টে আবার অতিরিক্ত হিসাবে স্কোয়াডে থেকে শাহবাজ নাদিমকে খেলানো হল।
তবে চেন্নাইয়ে ২২৭ রানে হেরে ম্যাচের পরেই বিরাট কোহলি জানিয়ে দিলেন, কুলদীপকে না খেলানো নিয়ে কোনো অনুশোচনা নেই তাঁর। "যখন দলে দুজন অফস্পিনার রয়েছে কুলদীপকে নেওয়ার অর্থ নেই। সেই একই ধাঁচের বোলিং অপশন নিতে চাইনি। আমাদের বোলিং বিভাগে বৈচিত্র্য প্রয়োজন। তাই ম্যাচে খেলতে নামার আগেই কম্বিনেশন কী হবে, সেই সম্বন্ধে ধারণা স্পষ্ট ছিল আমাদের। তাই ওই সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই।" বলে দিয়েছেন কোহলি।
আরো পড়ুন: অবিচারের শিকার কুলদীপ! গনগনে বিতর্কের আগুনে ঘি ঢালল কাইফদের টুইট
এরপরে তাঁর আরো সংযোজন, "সামনের দিকে তাকিয়ে বোলিং বিভাগে আরো বৈচিত্র্যের সন্ধান করতে হবে। যাতে আক্রমণভাগ একমুখী না হয়ে পড়ে।"
বছর দুয়েক আগেও কুলদীপ ছিলেন জাতীয় দলে প্রথম একাদশে অটোমেটিক চয়েস। তবে তারপর বদলে গিয়েছে অনেক কিছুই। টেস্টের একাদশে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন কুলদীপ যাদব।
আরো পড়ুন: পন্থকে ‘আউট’ করেছেন কোহলি! বিশ্রী হারের পরেই ভয়ানক অভিযোগে ছিন্নভিন্ন ক্যাপ্টেন
গোটা অস্ট্রেলিয়া সফরে সুযোগ জোটেনি। এবার দেশের মাটিতে জাদেজার অনুপস্থিতি সত্ত্বেও তৃতীয় স্পিনার হিসাবে দলে জায়গা করে নিতেও ব্যর্থ তিনি। শেষবার টেস্টে খেলেছিলেন আগের অজি সফরে ২০১৮ সালে। তারপর অপেক্ষাই করে রয়েছেন তারকা স্পিনার। সুযোগ আর জোটেনি।
তাঁর পরিবর্তে নেমে শাহবাজ নাদিমও দাগ কাটতে ব্যর্থ। ৫৯ ওভারে ২৩৩ রান বিলিয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মাত্র ৪ উইকেট। ভারতীয় বোলাররা টেস্টে ২৭টি নো বল করেছেন। এর মধ্যে নাদিম ৯বার ওভারস্টেপ করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন