Advertisment

ফের ব্যাট হাতে ঝলক সুন্দরের, ভারতকে পৌঁছে দিলেন ভাল জায়গায়

ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ভদ্রস্থ রান তুলল ভারত। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৫ রানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে সমস্ত উইকেট খুইয়ে করল ৩৩৭ রান। ২৪১ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লাঞ্চ পর্যন্ত ১/১। রোরি বার্নসকে ইনিংসের প্রথম বলেই আউট করেন অশ্বিন। ভারত আপাতত ২৪২ রানে পিছিয়ে।

Advertisment

ফের ওয়াশিংটন সুন্দরের ব্যাট ঝলসে উঠল। ব্রিসবেনের গাব্বার পর এবার চেন্নাইয়ের চিপকে স্টেডিয়াম। ব্রিসবেনে শার্দুল ঠাকুরের সঙ্গে লড়াকু ইনিংসে উদ্ধার করেছিলেন দলকে। এবারেও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মূল্যবান ৮০ রান যোগ করে যান। অশ্বিন ব্যক্তিগত ৩১ রানে লিচের শিকার হলেও ওয়াশিংটন সুন্দর শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৮৫ রানে।

আরো পড়ুন: সেঞ্চুরি মিস পন্থের, হারের ভ্রুকুটি টিম ইন্ডিয়ার সামনে

গতকাল দিনের শেষে ভারত ছিল ২৫৭/৬। এদিন স্কোরবোর্ডে ৮০ রান যোগ করার ফাঁকেই ভারত বাকি ৪ উইকেট হারায়।

গতকাল ভারত একসময় ৭৩/৪ হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত প্রাথমিক বিপদ সামাল দেন পন্থ এবং পূজারা। দুজনে ১১৯ রানের পার্টনারশিপে দলকে সাময়িকভাবে উদ্ধার করেন। তবে পন্থ-পূজারা দ্রুত আউট হয়ে যাওয়ায় ফের একবার চাপে পড়েছিল ভারত।

তৃতীয় দিনের শেষে ভারত ছিল ২৫৭/৬। সপ্তম উইকেটে অশ্বিন-ওয়াশিংটন গতকাল যোগ করে ফেলেছিলেন ৩২ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ভারত পিছিয়ে ছিল ৩২১ রানে।

ইংল্যান্ডের হয়ে গতকাল ৪ উইকেট দখল করেছিলেন ডম বেস। আন্ডারসন, জোফ্রা আর্চার, জ্যাক লিচ- তিন বোলার নেন ২তো করে উইকেট।

ভারতের প্রথম একাদশ:

শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team England
Advertisment